
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।

টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।

বিকেলে আজ সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে খেলা বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।
২০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৩৫ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে