Ajker Patrika

নেইমারকে রাখতে চায় না পিএসজিও

নেইমারকে রাখতে চায় না পিএসজিও

কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার চিঠির পর ভাবা হচ্ছিল নেইমারকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে পিএসজি। কিন্তু সেই ভাবনা এখন অতীত। নেইমারও ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায়।

ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার এই সংবাদে বিপদেই পড়ার কথা পিএসজির। কিন্তু শোনা যাচ্ছে তার উল্টোটা। নেইমারকে ছাড়তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও নাকি রাজি। শুধু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডই নন, আরও ৪ ফুটবলারকে ছাড়তে রাজি প্যারিসের ক্লাবটি। 

এমনটিই দাবি করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। শুধু দাবিই করেনি সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন কোচ লুইস এনরিকে ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আলোচনায় তাঁদেরকে ক্লাব চায় না এমনটাও নাকি জানিয়ে দিয়েছে এনরিকে ও ক্যাম্পোস। 

নেইমার বাদে পিএসজি আর যে ৪ জন ফুটবলারকে চাচ্ছেন না তাঁরা হচ্ছেন মার্কো ভেরাত্তি, রেনাতো সানচেজ, হুগো একিতেকে, হুয়ান বের্নাত। এমনটা যদি সত্যি হয় তাহলে নতুন ক্লাব খুঁজতে হবে তাঁদেরকে। 

গত মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি নেইমার ও ভেরাত্তিকে। এমনকি মৌসুম শুরুর আগে গত বুধবার খেলোয়াড়দের অফিশিয়াল ফটোসেশনেও এই দুজনকে রাখেনি পিএসজি। আর এমবাপ্পে তো প্রাক–প্রস্তুতির মৌসুম থেকেই নেই ক্লাবের স্কোয়াড ও অনুশীলনে। 

নেইমারের ক্লাব ছাড়ার ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার গুঞ্জন। এবার শোনা যাচ্ছে বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। তবে আর্থিকভাবে বার্সা কতটা শক্তিশালী তাঁকে কেনার ব্যাপারে তা নিয়ে একটা যদি কিন্তু রয়েছে। এই দুই ক্লাবের সঙ্গে এখন শোনা যাচ্ছে মেজর লিগ সকারেও যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের। পিএসজি তারকার ভবিষ্যৎ কোথায় তা ঠিক না হলেও তাঁর সতীর্থ ভেরাত্তির সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত