
কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার চিঠির পর ভাবা হচ্ছিল নেইমারকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে পিএসজি। কিন্তু সেই ভাবনা এখন অতীত। নেইমারও ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায়।
ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার এই সংবাদে বিপদেই পড়ার কথা পিএসজির। কিন্তু শোনা যাচ্ছে তার উল্টোটা। নেইমারকে ছাড়তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও নাকি রাজি। শুধু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডই নন, আরও ৪ ফুটবলারকে ছাড়তে রাজি প্যারিসের ক্লাবটি।
এমনটিই দাবি করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। শুধু দাবিই করেনি সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন কোচ লুইস এনরিকে ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আলোচনায় তাঁদেরকে ক্লাব চায় না এমনটাও নাকি জানিয়ে দিয়েছে এনরিকে ও ক্যাম্পোস।
নেইমার বাদে পিএসজি আর যে ৪ জন ফুটবলারকে চাচ্ছেন না তাঁরা হচ্ছেন মার্কো ভেরাত্তি, রেনাতো সানচেজ, হুগো একিতেকে, হুয়ান বের্নাত। এমনটা যদি সত্যি হয় তাহলে নতুন ক্লাব খুঁজতে হবে তাঁদেরকে।
গত মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি নেইমার ও ভেরাত্তিকে। এমনকি মৌসুম শুরুর আগে গত বুধবার খেলোয়াড়দের অফিশিয়াল ফটোসেশনেও এই দুজনকে রাখেনি পিএসজি। আর এমবাপ্পে তো প্রাক–প্রস্তুতির মৌসুম থেকেই নেই ক্লাবের স্কোয়াড ও অনুশীলনে।
নেইমারের ক্লাব ছাড়ার ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার গুঞ্জন। এবার শোনা যাচ্ছে বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। তবে আর্থিকভাবে বার্সা কতটা শক্তিশালী তাঁকে কেনার ব্যাপারে তা নিয়ে একটা যদি কিন্তু রয়েছে। এই দুই ক্লাবের সঙ্গে এখন শোনা যাচ্ছে মেজর লিগ সকারেও যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের। পিএসজি তারকার ভবিষ্যৎ কোথায় তা ঠিক না হলেও তাঁর সতীর্থ ভেরাত্তির সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা বেশি।

কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার চিঠির পর ভাবা হচ্ছিল নেইমারকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে পিএসজি। কিন্তু সেই ভাবনা এখন অতীত। নেইমারও ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায়।
ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার এই সংবাদে বিপদেই পড়ার কথা পিএসজির। কিন্তু শোনা যাচ্ছে তার উল্টোটা। নেইমারকে ছাড়তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও নাকি রাজি। শুধু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডই নন, আরও ৪ ফুটবলারকে ছাড়তে রাজি প্যারিসের ক্লাবটি।
এমনটিই দাবি করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। শুধু দাবিই করেনি সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন কোচ লুইস এনরিকে ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আলোচনায় তাঁদেরকে ক্লাব চায় না এমনটাও নাকি জানিয়ে দিয়েছে এনরিকে ও ক্যাম্পোস।
নেইমার বাদে পিএসজি আর যে ৪ জন ফুটবলারকে চাচ্ছেন না তাঁরা হচ্ছেন মার্কো ভেরাত্তি, রেনাতো সানচেজ, হুগো একিতেকে, হুয়ান বের্নাত। এমনটা যদি সত্যি হয় তাহলে নতুন ক্লাব খুঁজতে হবে তাঁদেরকে।
গত মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি নেইমার ও ভেরাত্তিকে। এমনকি মৌসুম শুরুর আগে গত বুধবার খেলোয়াড়দের অফিশিয়াল ফটোসেশনেও এই দুজনকে রাখেনি পিএসজি। আর এমবাপ্পে তো প্রাক–প্রস্তুতির মৌসুম থেকেই নেই ক্লাবের স্কোয়াড ও অনুশীলনে।
নেইমারের ক্লাব ছাড়ার ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার গুঞ্জন। এবার শোনা যাচ্ছে বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। তবে আর্থিকভাবে বার্সা কতটা শক্তিশালী তাঁকে কেনার ব্যাপারে তা নিয়ে একটা যদি কিন্তু রয়েছে। এই দুই ক্লাবের সঙ্গে এখন শোনা যাচ্ছে মেজর লিগ সকারেও যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের। পিএসজি তারকার ভবিষ্যৎ কোথায় তা ঠিক না হলেও তাঁর সতীর্থ ভেরাত্তির সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা বেশি।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৬ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৭ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১০ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১১ ঘণ্টা আগে