আজকের পত্রিকা ডেস্ক

কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দিয়েছিলেন নারী দলের ১৮ ফুটবলার। অবশেষে বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। রাজি হয়েছেন অনুশীলনে ফিরতে ৷ এমনটাই জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।’
অনুশীলনের জন্য রাজি হলেও সংযুক্ত আরব আমিরাত সফরের দলে থাকছেন না সাবিনা খাতুনরা। তাঁদের বাদ দিয়েই সাজানো হয়েছে দল। কিরণ বলেন, ‘আমাদের চেষ্টা অব্যাহত ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও বসেছিলাম। বসার পর বলতে পারি মেয়েরা অনুশীলনে ফিরছে। তবে এখনই ফিরবে না। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হয়ে যাবে। এলে সবার জন্য বন্ধ হবে ক্যাম্প। সিনিয়র খেলোয়াড়রা ব্রেক চাইছে। ওদের জন্য ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে অনুশীলন করবে। এর আগে আমরা যা করবো বাফুফে, কোচ ও খেলোয়াড় সহ সবার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটিয়ে দেওয়া হবে।’
বিদ্রোহী ফুটবলারদের চুক্তি নিয়েও ছিল অনিশ্চয়তা। কিরণ বলেন, ‘যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো। মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।’
গত ৩০ জানুয়ারি বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহের ডাক দেন ১৮ নারী ফুটবলার। বাটলার কোচ হিসেবে থাকলে অবসরের হুমকিও দেন তাঁরা। জটিলতা নিরসনে ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করে বাফুফে। এক সপ্তাহ পর কমিটি প্রতিবেদন প্রকাশ করলেও সমাধান করতে সময় ক্ষেপণ করছিল বাফুফে। অবশেষে কাটল সেই জটিলতা।
এদিকে আরব আমিরাতের বিপক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দিয়েছিলেন নারী দলের ১৮ ফুটবলার। অবশেষে বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। রাজি হয়েছেন অনুশীলনে ফিরতে ৷ এমনটাই জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।’
অনুশীলনের জন্য রাজি হলেও সংযুক্ত আরব আমিরাত সফরের দলে থাকছেন না সাবিনা খাতুনরা। তাঁদের বাদ দিয়েই সাজানো হয়েছে দল। কিরণ বলেন, ‘আমাদের চেষ্টা অব্যাহত ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও বসেছিলাম। বসার পর বলতে পারি মেয়েরা অনুশীলনে ফিরছে। তবে এখনই ফিরবে না। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হয়ে যাবে। এলে সবার জন্য বন্ধ হবে ক্যাম্প। সিনিয়র খেলোয়াড়রা ব্রেক চাইছে। ওদের জন্য ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে অনুশীলন করবে। এর আগে আমরা যা করবো বাফুফে, কোচ ও খেলোয়াড় সহ সবার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটিয়ে দেওয়া হবে।’
বিদ্রোহী ফুটবলারদের চুক্তি নিয়েও ছিল অনিশ্চয়তা। কিরণ বলেন, ‘যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো। মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।’
গত ৩০ জানুয়ারি বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহের ডাক দেন ১৮ নারী ফুটবলার। বাটলার কোচ হিসেবে থাকলে অবসরের হুমকিও দেন তাঁরা। জটিলতা নিরসনে ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করে বাফুফে। এক সপ্তাহ পর কমিটি প্রতিবেদন প্রকাশ করলেও সমাধান করতে সময় ক্ষেপণ করছিল বাফুফে। অবশেষে কাটল সেই জটিলতা।
এদিকে আরব আমিরাতের বিপক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৪৪ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে