
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুমে শীর্ষে ওঠার লড়াইয়ে দারুণ প্রতিযোগিতা চলছে আর্সেনাল ও লিভারপুলের। অ্যানফিল্ডে গতকাল পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল মুখোমুখি হয়েছিল। আর্সেনালকে হারালেই শীর্ষে উঠত লিভারপুল। তবে শেষ পর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। রেফারির ওপর অসন্তুষ্ট হয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে সর্বশেষ ১০ ম্যাচে অপরাজিত থেকে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নেমেছিল লিভারপুল। চার মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। মার্টিন ওডিগার্ডের অ্যাসিস্টে গোল করেন গ্যাব্রিয়েল মাগালহেইস। ম্যাচের ১৯ মিনিটে ঘটে এক নাটকীয় ঘটনা। ডিবক্সের মধ্যে আর্সেনালের ওডেগার্ডের হাতে বল লেগে যায়। লিভারপুল পেনাল্টির জন্য আবেদন করেছিল। তবে রেফারি ক্রিস কাভানাগ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না দেখে খেলা চালিয়ে যান। পেনাল্টি পেলে লিভারপুলের জেতার সম্ভাবনা ছিল, যেখানে পরবর্তীতে ২৯ মিনিটে সমতাসূচক গোল করেন অলরেড ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
ম্যাচ শেষে হ্যান্ডবল প্রসঙ্গে কথা বলেন লিভারপুল কোচ ক্লপ। ক্লপের ভাষ্য, ‘পেনাল্টির অবস্থা অদ্ভুতুড়ে এক অবস্থা। রেফারি এটা দেখেছেন কি না বলতে পারছি না। কারণ তিনি কোথায় ছিলেন, তা আমি জানি না। আমিও নিশ্চিত না যে আপনি কীভাবে এটাকে পেনাল্টি না বলে দাবি করবেন। কেন এটা হ্যান্ডবল হলো না, সে ব্যাপারে আমি অনেকটাই নিশ্চিত যে কেউ আমাকে এসে ব্যাখ্যা করবেন।’
এবারের আর্সেনাল-লিভারপুল লড়াইটা হয়েছিল সমানে সমানে। ৫১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল লিভারপুল। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ২টি শট করেছিল আর্সেনাল। আর্সেনাল, লিভারপুল দুটি দলই প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলেছে ১৮টি করে ম্যাচ। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৯।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুমে শীর্ষে ওঠার লড়াইয়ে দারুণ প্রতিযোগিতা চলছে আর্সেনাল ও লিভারপুলের। অ্যানফিল্ডে গতকাল পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল মুখোমুখি হয়েছিল। আর্সেনালকে হারালেই শীর্ষে উঠত লিভারপুল। তবে শেষ পর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। রেফারির ওপর অসন্তুষ্ট হয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে সর্বশেষ ১০ ম্যাচে অপরাজিত থেকে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নেমেছিল লিভারপুল। চার মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। মার্টিন ওডিগার্ডের অ্যাসিস্টে গোল করেন গ্যাব্রিয়েল মাগালহেইস। ম্যাচের ১৯ মিনিটে ঘটে এক নাটকীয় ঘটনা। ডিবক্সের মধ্যে আর্সেনালের ওডেগার্ডের হাতে বল লেগে যায়। লিভারপুল পেনাল্টির জন্য আবেদন করেছিল। তবে রেফারি ক্রিস কাভানাগ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না দেখে খেলা চালিয়ে যান। পেনাল্টি পেলে লিভারপুলের জেতার সম্ভাবনা ছিল, যেখানে পরবর্তীতে ২৯ মিনিটে সমতাসূচক গোল করেন অলরেড ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
ম্যাচ শেষে হ্যান্ডবল প্রসঙ্গে কথা বলেন লিভারপুল কোচ ক্লপ। ক্লপের ভাষ্য, ‘পেনাল্টির অবস্থা অদ্ভুতুড়ে এক অবস্থা। রেফারি এটা দেখেছেন কি না বলতে পারছি না। কারণ তিনি কোথায় ছিলেন, তা আমি জানি না। আমিও নিশ্চিত না যে আপনি কীভাবে এটাকে পেনাল্টি না বলে দাবি করবেন। কেন এটা হ্যান্ডবল হলো না, সে ব্যাপারে আমি অনেকটাই নিশ্চিত যে কেউ আমাকে এসে ব্যাখ্যা করবেন।’
এবারের আর্সেনাল-লিভারপুল লড়াইটা হয়েছিল সমানে সমানে। ৫১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল লিভারপুল। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ২টি শট করেছিল আর্সেনাল। আর্সেনাল, লিভারপুল দুটি দলই প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলেছে ১৮টি করে ম্যাচ। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৯।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে