ক্রীড়া ডেস্ক

নিজেকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসি। তাঁর মতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল ইন্টার মায়ামিও। অবশেষে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পেলেন বহুল প্রতীক্ষিত গোলের দেখা। তাঁর ফর্মে ফেরার দিনে মায়ামি নিল মধুর প্রতিশোধ।
সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গত ১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। রানার্সআপ হওয়ার ক্ষত শুকিয়ে না উঠতেই মায়ামি ফের খেল ধাক্কা। ১৪ সেপ্টেম্বর মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামিকে ৩-০ গোলে হারায় শার্লট। এ দুই ম্যাচে মেসি কোনো গোল করতে পারেননি। অবশেষে আজ সকালে মেসি গোলে ফিরলেন। সিয়াটল সাউন্ডার্সকে হারিয়ে ১৬ দিনের পুরোনো প্রতিশোধও নিল মায়ামি।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে এমএলএসে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স। ১২ মিনিটেই জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তাঁকে গোল করতে সহায়তা করেন মেসি। প্রথমার্ধের খেলা শেষ হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ৪১ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এটা ৮৮০তম গোল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ইন্টার মায়ামি পেয়ে যায় তৃতীয় গোল। ৫২ মিনিটে গোলটি করেন মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে। তাঁকে গোল করতে সহায়তা করেন রদ্রিগো দি পল। এক ঘণ্টার মধ্যে ৩ গোল করে এগিয়ে যাওয়া মায়ামি এরপর একটি গোলও হজম করেছে। ৬৯ মিনিটে সিয়াটলের এই গোল করেন দলটির মিডফিল্ডার ওবেদ ভার্গাস। তাঁকে অ্যাসিস্ট করেন জর্দান মরিস, যেখানে ৬০ মিনিটে ওসাজে দি রোজারিওর বদলি হিসেবে নামেন মরিস।
১ সেপ্টেম্বর ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স লিগস কাপের ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছিলেন। একপর্যায়ে সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুতু ছুড়েছিলেন সুয়ারেজ। তখন মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতস ঘুষি মারেন সাউন্ডার্সের ওবেদ ভার্গাসকে। মেসির আরেক সতীর্থ টমাস আভিলেসও সহিংস আচরণ করেছিলেন। সেই থুতুকাণ্ডে সুয়ারেজ লিগস কাপে ছয় ম্যাচ ও এমএলএসে তিন ম্যাচ—দুই টুর্নামেন্ট মিলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
সুয়ারেজ না থাকলেও তাঁর বন্ধু মেসি যে আছেন। আজ মেসির অসাধারণ পারফরম্যান্সেই সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে পাঁচ নম্বরে মায়ামি। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। তারা খেলেছে ৩০ ম্যাচ। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে।

নিজেকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসি। তাঁর মতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল ইন্টার মায়ামিও। অবশেষে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পেলেন বহুল প্রতীক্ষিত গোলের দেখা। তাঁর ফর্মে ফেরার দিনে মায়ামি নিল মধুর প্রতিশোধ।
সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গত ১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। রানার্সআপ হওয়ার ক্ষত শুকিয়ে না উঠতেই মায়ামি ফের খেল ধাক্কা। ১৪ সেপ্টেম্বর মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামিকে ৩-০ গোলে হারায় শার্লট। এ দুই ম্যাচে মেসি কোনো গোল করতে পারেননি। অবশেষে আজ সকালে মেসি গোলে ফিরলেন। সিয়াটল সাউন্ডার্সকে হারিয়ে ১৬ দিনের পুরোনো প্রতিশোধও নিল মায়ামি।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে এমএলএসে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স। ১২ মিনিটেই জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তাঁকে গোল করতে সহায়তা করেন মেসি। প্রথমার্ধের খেলা শেষ হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ৪১ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এটা ৮৮০তম গোল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ইন্টার মায়ামি পেয়ে যায় তৃতীয় গোল। ৫২ মিনিটে গোলটি করেন মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে। তাঁকে গোল করতে সহায়তা করেন রদ্রিগো দি পল। এক ঘণ্টার মধ্যে ৩ গোল করে এগিয়ে যাওয়া মায়ামি এরপর একটি গোলও হজম করেছে। ৬৯ মিনিটে সিয়াটলের এই গোল করেন দলটির মিডফিল্ডার ওবেদ ভার্গাস। তাঁকে অ্যাসিস্ট করেন জর্দান মরিস, যেখানে ৬০ মিনিটে ওসাজে দি রোজারিওর বদলি হিসেবে নামেন মরিস।
১ সেপ্টেম্বর ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স লিগস কাপের ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছিলেন। একপর্যায়ে সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুতু ছুড়েছিলেন সুয়ারেজ। তখন মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতস ঘুষি মারেন সাউন্ডার্সের ওবেদ ভার্গাসকে। মেসির আরেক সতীর্থ টমাস আভিলেসও সহিংস আচরণ করেছিলেন। সেই থুতুকাণ্ডে সুয়ারেজ লিগস কাপে ছয় ম্যাচ ও এমএলএসে তিন ম্যাচ—দুই টুর্নামেন্ট মিলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
সুয়ারেজ না থাকলেও তাঁর বন্ধু মেসি যে আছেন। আজ মেসির অসাধারণ পারফরম্যান্সেই সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে পাঁচ নম্বরে মায়ামি। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। তারা খেলেছে ৩০ ম্যাচ। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪২ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে