
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার হ্যাটট্রিক করার পর উদ্যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।
প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্যাপনের মূল কারণ হয়তো এটাই।
ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’
ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার হ্যাটট্রিক করার পর উদ্যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।
প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্যাপনের মূল কারণ হয়তো এটাই।
ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’
ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
২ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৫ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৬ ঘণ্টা আগে