নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩০০ বিঘা জমির ওপর বিশাল এক কর্মযজ্ঞ। সবে শেষ হয়েছে ৪০ শতাংশ কাজ। দেশের প্রথম পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স গড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলগুলোকে অন্য এক বার্তাই দিতে চলেছে বসুন্ধরা।
বিশাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি অংশ বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল হবে এই মাঠের উদ্বোধন। আক্ষরিক অর্থে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পথ চলাও শুরু এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক একটা পরিচিতিও হয়ে গেল আজ।
২০১৯ সালে ৫৫ বিঘা জমির ওপর ফুটবল, ক্রিকেটের স্টেডিয়াম নির্মাণের কথা থাকলেও এখন এই কমপ্লেক্সে এখন কাজ চলছে হকি, টেনিস, আর্চারি, সুইমিং পুল নির্মাণের কাজ। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরো নির্মাণকাজ শেষ হবে বলে জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মোট ৩০০ বিঘা জমিতে নির্মিতব্য কমপ্লেক্সের মোট খরচ ১৫ হাজার কোটি টাকা বলে জানালেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে পা দেওয়া বসুন্ধরা যখন দেশের প্রথম দল হিসেবে নিজ মাঠে খেলার তোড়জোড় করছে তখন অন্যপ্রান্তে নিশ্চুপ আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো। বসুন্ধরাকে দেখে এবার কী ঘুম ভাঙবে দলগুলোর? জবাবে ইমরুল হাসান বললেন, ‘নতুন দল হিসাবে যে মাঠ করেছি, ঐতিহ্যবাহী দলগুলো তাদের কাজগুলো করবেন, এটা তাদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা শুনেছি আবাহনী শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের জন্য তোড়জোড় শুরু করেছে।’
ভবিষ্যতে এই মাঠে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে বলেও জানিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি।
এই মাঠকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত নিয়েছে বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের মাঠে খেলার স্বপ্ন পূরণ হলেও বাফুফের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতায় যাচ্ছে না বসুন্ধরা। ইমরুল হাসান বললেন, ‘মামলাটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের কাছে কিছু প্রমাণ চেয়েছে।’

৩০০ বিঘা জমির ওপর বিশাল এক কর্মযজ্ঞ। সবে শেষ হয়েছে ৪০ শতাংশ কাজ। দেশের প্রথম পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স গড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলগুলোকে অন্য এক বার্তাই দিতে চলেছে বসুন্ধরা।
বিশাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি অংশ বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল হবে এই মাঠের উদ্বোধন। আক্ষরিক অর্থে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পথ চলাও শুরু এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক একটা পরিচিতিও হয়ে গেল আজ।
২০১৯ সালে ৫৫ বিঘা জমির ওপর ফুটবল, ক্রিকেটের স্টেডিয়াম নির্মাণের কথা থাকলেও এখন এই কমপ্লেক্সে এখন কাজ চলছে হকি, টেনিস, আর্চারি, সুইমিং পুল নির্মাণের কাজ। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরো নির্মাণকাজ শেষ হবে বলে জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মোট ৩০০ বিঘা জমিতে নির্মিতব্য কমপ্লেক্সের মোট খরচ ১৫ হাজার কোটি টাকা বলে জানালেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে পা দেওয়া বসুন্ধরা যখন দেশের প্রথম দল হিসেবে নিজ মাঠে খেলার তোড়জোড় করছে তখন অন্যপ্রান্তে নিশ্চুপ আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো। বসুন্ধরাকে দেখে এবার কী ঘুম ভাঙবে দলগুলোর? জবাবে ইমরুল হাসান বললেন, ‘নতুন দল হিসাবে যে মাঠ করেছি, ঐতিহ্যবাহী দলগুলো তাদের কাজগুলো করবেন, এটা তাদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা শুনেছি আবাহনী শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের জন্য তোড়জোড় শুরু করেছে।’
ভবিষ্যতে এই মাঠে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে বলেও জানিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি।
এই মাঠকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত নিয়েছে বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের মাঠে খেলার স্বপ্ন পূরণ হলেও বাফুফের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতায় যাচ্ছে না বসুন্ধরা। ইমরুল হাসান বললেন, ‘মামলাটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের কাছে কিছু প্রমাণ চেয়েছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৪১ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে