
নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম

নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে