Ajker Patrika

‘প্যারিসের চেয়ে বার্সায় বেশি ভালোবাসা পাবে মেসি’ 

‘প্যারিসের চেয়ে বার্সায় বেশি ভালোবাসা পাবে মেসি’ 

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন একটু অস্বস্তিতেই আছেন লিওনেল মেসি। আশানুরূপ পারফর্ম করতে না পেলে শুনতে হয় দুয়োধ্বনি। মেসিকে তাই পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার পরামর্শ দিলেন ক্লাবটির (বার্সেলোনা) সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত। 

পার্ক দে প্রিন্সেসে ২ এপ্রিল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০ তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে উদ্দেশ্য করে শিষ দেওয়া হয়েছে। গাসপার্ত মনে করেন, বার্সায় ফিরলে মেসি এমন দুয়োধ্বনি পাবেন না। সাবেক বার্সা সভাপতি বলেন, ‘প্যারিসে তাকে (মেসি) দেখলে সবাই শিষ দেন। এখানে আমরা তাকে ভালোবাসি। সে তার ক্যারিয়ার এখানে শেষ করতে পারে এবং ক্লাবে চিরস্থায়ীভাবে থাকতে পারে।’ 

বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান মেসি। সপ্তাহের হিসেবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী, একটি নির্দিষ্ট পরিমাণ বেতনই তিনি পাবেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে এ ব্যাপারটিও মনে করিয়ে দিয়ে গাসপার্ত বলেন, ‘যদি সে আর্থিক অবস্থার কথা চিন্তা করে, তাহলে সে আরও ভালো জায়গায় খেলার সুযোগ পাবে। কিন্তু যদি সে এটা তার হৃদয় দিয়ে চিন্তা করে, তাহলে বার্সেলোনার মতো ভালোবাসা সে কোথাও পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত