অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। অন্য কোনো ক্লাবে যোগ দেবেন তিনি। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় মেসি-পিএসজির সম্পর্কের যে ইতি ঘটছে, তা আরও নিশ্চিত হওয়া যায়।
কিন্তু গতকাল এক সূত্রের বরাত দিয়ে বড় এক বোমাই ফাটিয়েছিল সংবাদ সংস্থা এএফপি। সৌদি আরবের এক ক্লাবের সঙ্গে ইতিমধ্যে নাকি মেসির চুক্তি হয়েছে। এ নিয়ে যখন পুরো ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে, ঠিক সে সময়ই আর্জেন্টাইন অধিনায়কের বাবা হোর্হে মেসি চুক্তির বিষয়কে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি হয়নি। লিওর নাম ব্যবহার করে ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে।
মেসির এই গুঞ্জন নিয়ে অনেকে নানা আলোচনা-সমালোচনা করলেও শিষ্যের ক্লাব ক্যারিয়ার নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, জাতীয় দলে তিনি শুধু সুখী মেসিকে দেখতে চান।
কাতারের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া কোচ বলেছেন, ‘ক্লাব সতীর্থ ও সমর্থকদের নিয়ে মেসি যেখানে স্বস্তিতে থাকবেন, তাকে সেখানেই যেতে দিন। জাতীয় দলে এর কোনো প্রভাব পড়বে না। যখন সে আমাদের সঙ্গে যোগ দেয়, সে এখানে খুশি থাকে। আর আমাদেরও সুখী মেসিকে প্রয়োজন।’
নিজের ভুলের ক্ষমা চেয়ে ইতিমধ্যে পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন মেসি। এখন দেখার বিষয় আগামী ম্যাচে তাঁকে নামানো হয় কি না। তবে এ মৌসুম শেষেই যে প্যারিসের ক্লাবটি ছাড়ছেন তিনি এটা নিশ্চিত।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে