ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই শমিত শোম উড়াল দিয়েছেন কানাডায়। আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তাঁর ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে। বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তাঁর কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে।
শমিতের ক্যাভালরি এফসি সামাজিক মাধ্যমে ১১ ফুটবলারের একটি ছবি পোস্ট করেছে। সেই ১১ ফুটবলারের মধ্যে আছেন শমিতও। ১০ দেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্লাবটির সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে। যার মধ্যে যুক্তরাজ্যের পতাকা আছে দুইবার। বাংলাদেশ, সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা একবার করে ব্যবহার করা হয়েছে। এমনকি শমিতের জার্সির সামনের অংশে বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডল, ফেসবুক পেজ—দুই জায়গায় একই ছবি পোস্ট করা হয়েছে।
শমিতকে নিয়ে ক্যাভালরি এফসি ছবি পোস্ট করার পর মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ফুটবলারকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আমাদের বাঘ শমিত শোম।’ বাংলাদেশ সময় ভোর ৪টায় পোস্ট দেওয়ার পর সাত ঘণ্টায় ৪ হাজারের কাছাকাছি মন্তব্য হয়েছে। মন্তব্য দেখে বোঝা গেল অধিকাংশই বাংলাদেশি। প্রতিক্রিয়া এসেছে ৬০ হাজারের বেশি।
ওয়ান্ডারার গ্রাউন্ডসে কানাডিয়ান প্রিমিয়ার লিগে গত রাতে মুখোমুখি হয়েছে ওয়ান্ডারার্স এফসি-ক্যাভালরি এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ওয়ান্ডারার্স ও ক্যাভালরির হয়ে গোল করেছেন তিয়াগো কোয়েম্বরা ও ক্যানিগিয়া এলভা। শুরুর একাদশে থাকা শমিত এই ম্যাচে খেলেছেন ৬৮ মিনিট। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুইয়ে ক্যাভালরি। শমিতের দল জিতেছে ৫ ম্যাচ, ২ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ৩ ম্যাচ। সমান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।
১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচটি হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন শমিত। সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য ও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ চার মাস পর। ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। হংকংয়ের মাঠে এরপর ১৪ অক্টোবর খেলবেন হামজা-শমিতরা।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই শমিত শোম উড়াল দিয়েছেন কানাডায়। আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তাঁর ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে। বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তাঁর কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে।
শমিতের ক্যাভালরি এফসি সামাজিক মাধ্যমে ১১ ফুটবলারের একটি ছবি পোস্ট করেছে। সেই ১১ ফুটবলারের মধ্যে আছেন শমিতও। ১০ দেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্লাবটির সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে। যার মধ্যে যুক্তরাজ্যের পতাকা আছে দুইবার। বাংলাদেশ, সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা একবার করে ব্যবহার করা হয়েছে। এমনকি শমিতের জার্সির সামনের অংশে বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডল, ফেসবুক পেজ—দুই জায়গায় একই ছবি পোস্ট করা হয়েছে।
শমিতকে নিয়ে ক্যাভালরি এফসি ছবি পোস্ট করার পর মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ফুটবলারকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আমাদের বাঘ শমিত শোম।’ বাংলাদেশ সময় ভোর ৪টায় পোস্ট দেওয়ার পর সাত ঘণ্টায় ৪ হাজারের কাছাকাছি মন্তব্য হয়েছে। মন্তব্য দেখে বোঝা গেল অধিকাংশই বাংলাদেশি। প্রতিক্রিয়া এসেছে ৬০ হাজারের বেশি।
ওয়ান্ডারার গ্রাউন্ডসে কানাডিয়ান প্রিমিয়ার লিগে গত রাতে মুখোমুখি হয়েছে ওয়ান্ডারার্স এফসি-ক্যাভালরি এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ওয়ান্ডারার্স ও ক্যাভালরির হয়ে গোল করেছেন তিয়াগো কোয়েম্বরা ও ক্যানিগিয়া এলভা। শুরুর একাদশে থাকা শমিত এই ম্যাচে খেলেছেন ৬৮ মিনিট। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুইয়ে ক্যাভালরি। শমিতের দল জিতেছে ৫ ম্যাচ, ২ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ৩ ম্যাচ। সমান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।
১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচটি হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন শমিত। সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য ও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ চার মাস পর। ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। হংকংয়ের মাঠে এরপর ১৪ অক্টোবর খেলবেন হামজা-শমিতরা।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৬ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
৬ ঘণ্টা আগে