
পেশাদার ক্রীড়াবিদদের জীবনে কত উত্থান-পতনই না ঘটে। দেখা গেল একই সঙ্গে ক্যারিয়ার শুরু করা কেউ সময়ের পরিক্রমায় তারকা হয়েছেন। কেউবা দৌড় থেকে ছিটকে পড়ে অন্যদিকে ক্যারিয়ার গড়ে নিয়েছেন। রিচার্ড একের্সলির গল্পটাও তেমনই। ক্রিস্টিয়ানো রোনালদোর এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ একের্সলি এখন দুধ বিক্রেতা।
২০০৯ সালে দলবদলের বাজারে রেকর্ড গড়ে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। ইংলিশ ক্লাবটির যুব দলে খেলা একের্সলি তারও দুই বছর আগে ২০০৭ সালে মূল দলে আসেন। প্রায় দুই বছর বেঞ্চে বসেই কাটিয়েছেন। রোনালদো আসার পর প্রায় একই সঙ্গে খেলার সুযোগ পান একের্সলি। সময়ের স্রোতে সেই রোনালদো এখন কিংবদন্তি। আর একের্সলি জীবন ধারণ করছেন দুধ বিক্রি করে!
৩২ বছর বয়সী একের্সলি ছিলেন রোনালদোর বড় ভক্ত। স্বপ্ন দেখেছিলেন রোনালদোর মতো হবেন। মাঠে অবশ্য দুজনের অবস্থান ছিল ভিন্ন। রোনালদো খেলতেন লেফট উইংয়ে আর একের্সলি খেলতেন রাইটব্যাকে। তবে ইউনাইটেডে বেশি দিন থাকা হয়নি একের্সলির। রোনালদো যোগ দেওয়ার কিছু সময় পর চলে যান তৃতীয় সারির ক্লাব বার্নলিতে।
একের্সলির জন্য এরপরের গল্পটা শুধুই হতাশার। চোট, ফর্মহীনতা সব মিলিয়ে নিজেকে হারিয়ে ফেললেন। একের্সলিকে সবচেয়ে বেশি পোড়ায় বেশি বেতনের জন্য ম্যানইউ ছেড়ে নিচের সারির ক্লাবে যাওয়া। এ জন্য এখনো নিজেকে ক্ষমা করতে পারেন না তিনি।
২০১৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে দেন। শুরু করেন দুধের ব্যবসা। ফুটবল ছেড়ে নাকি ভালোই আছেন এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আসলেই সুখে আছি। নিজের নিয়তি আমার হাতে। আমার কাছে এটাই অমূল্য। সমুদ্রতীরের কাছে, জলাভূমি আছে, নদী আছে, সেখানে আমার মেয়েরা বড় হবে। আমরা এমন এক সমাজে আছি, যেখানে ৪০ জন মানুষ আছেন। আমাদের নিজের বাড়ি আছে, বাগান আছে। ১০ একর জমি আমরা ভাগাভাগি করে ব্যবহার করি। নিজেদের খাবার নিজেরা উৎপাদন করি। এ গ্রামে কোনো রাস্তা নেই। এটা দারুণ। এখানে নৈতিকতাই মূল কথা।’
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ডেভনে সমুদ্রের তীরে ছোট্ট একটা স্থান টটনেসকে থাকার জন্য বেছে নিয়েছেন একের্সলি। সেখানে সবাই নিরামিষভোজী ও দুধ উৎপাদনের প্রক্রিয়া শতভাগ জৈবিক। একের্সলির খামারে প্রতি মাসে ২৫ হাজার লিটার দুধ উৎপাদন হয়।

পেশাদার ক্রীড়াবিদদের জীবনে কত উত্থান-পতনই না ঘটে। দেখা গেল একই সঙ্গে ক্যারিয়ার শুরু করা কেউ সময়ের পরিক্রমায় তারকা হয়েছেন। কেউবা দৌড় থেকে ছিটকে পড়ে অন্যদিকে ক্যারিয়ার গড়ে নিয়েছেন। রিচার্ড একের্সলির গল্পটাও তেমনই। ক্রিস্টিয়ানো রোনালদোর এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ একের্সলি এখন দুধ বিক্রেতা।
২০০৯ সালে দলবদলের বাজারে রেকর্ড গড়ে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। ইংলিশ ক্লাবটির যুব দলে খেলা একের্সলি তারও দুই বছর আগে ২০০৭ সালে মূল দলে আসেন। প্রায় দুই বছর বেঞ্চে বসেই কাটিয়েছেন। রোনালদো আসার পর প্রায় একই সঙ্গে খেলার সুযোগ পান একের্সলি। সময়ের স্রোতে সেই রোনালদো এখন কিংবদন্তি। আর একের্সলি জীবন ধারণ করছেন দুধ বিক্রি করে!
৩২ বছর বয়সী একের্সলি ছিলেন রোনালদোর বড় ভক্ত। স্বপ্ন দেখেছিলেন রোনালদোর মতো হবেন। মাঠে অবশ্য দুজনের অবস্থান ছিল ভিন্ন। রোনালদো খেলতেন লেফট উইংয়ে আর একের্সলি খেলতেন রাইটব্যাকে। তবে ইউনাইটেডে বেশি দিন থাকা হয়নি একের্সলির। রোনালদো যোগ দেওয়ার কিছু সময় পর চলে যান তৃতীয় সারির ক্লাব বার্নলিতে।
একের্সলির জন্য এরপরের গল্পটা শুধুই হতাশার। চোট, ফর্মহীনতা সব মিলিয়ে নিজেকে হারিয়ে ফেললেন। একের্সলিকে সবচেয়ে বেশি পোড়ায় বেশি বেতনের জন্য ম্যানইউ ছেড়ে নিচের সারির ক্লাবে যাওয়া। এ জন্য এখনো নিজেকে ক্ষমা করতে পারেন না তিনি।
২০১৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে দেন। শুরু করেন দুধের ব্যবসা। ফুটবল ছেড়ে নাকি ভালোই আছেন এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আসলেই সুখে আছি। নিজের নিয়তি আমার হাতে। আমার কাছে এটাই অমূল্য। সমুদ্রতীরের কাছে, জলাভূমি আছে, নদী আছে, সেখানে আমার মেয়েরা বড় হবে। আমরা এমন এক সমাজে আছি, যেখানে ৪০ জন মানুষ আছেন। আমাদের নিজের বাড়ি আছে, বাগান আছে। ১০ একর জমি আমরা ভাগাভাগি করে ব্যবহার করি। নিজেদের খাবার নিজেরা উৎপাদন করি। এ গ্রামে কোনো রাস্তা নেই। এটা দারুণ। এখানে নৈতিকতাই মূল কথা।’
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ডেভনে সমুদ্রের তীরে ছোট্ট একটা স্থান টটনেসকে থাকার জন্য বেছে নিয়েছেন একের্সলি। সেখানে সবাই নিরামিষভোজী ও দুধ উৎপাদনের প্রক্রিয়া শতভাগ জৈবিক। একের্সলির খামারে প্রতি মাসে ২৫ হাজার লিটার দুধ উৎপাদন হয়।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে