
দক্ষিণ আমেরিকা, ইউরোপ পর্ব শেষে নেইমারের মধ্যপ্রাচ্য পর্ব শুরু হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা এখন আল হিলাল। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তাঁর মোটা অঙ্কের টাকার চুক্তি হয়েছে।
আল হিলালের কাছে নেইমারও বেশ কিছু বিলাসী দাবি রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২৫ রুমের বাড়ি চেয়েছেন। বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও গরম হওয়ার জন্য এক বিশেষ রুম। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আটজন কর্মী চেয়েছেন। ৯টি গাড়িও চেয়েছেন তিনি। বাড়ি, গাড়ির পাশাপাশি তাঁর ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের জন্য যাবতীয় সব খরচ বহন করতে আল হিলালের কাছে দাবি করেছেন।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২ হাজার ৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ছয় মৌসুম পিএসজিতে খেলার পর এবার ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, দুই মৌসুমে ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৩ হাজার ৫৮৩ কোটি ১৯ লাখ টাকা) পাবেন নেইমার। অর্থাৎ, প্রতি বছর ১৫০ মিলিয়ন ইউরো (১ হাজার ৭৯১ কোটি ৫৯ লাখ টাকা) পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরও ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে এমন প্রতিশ্রুতি রয়েছে। এতে করে সপ্তাহে ৩০ মিলিয়ন ইউরো (৩৫৮ কোটি ৩২ লাখ টাকা) পাবেন তিনি।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। এরপর ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

দক্ষিণ আমেরিকা, ইউরোপ পর্ব শেষে নেইমারের মধ্যপ্রাচ্য পর্ব শুরু হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা এখন আল হিলাল। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তাঁর মোটা অঙ্কের টাকার চুক্তি হয়েছে।
আল হিলালের কাছে নেইমারও বেশ কিছু বিলাসী দাবি রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২৫ রুমের বাড়ি চেয়েছেন। বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও গরম হওয়ার জন্য এক বিশেষ রুম। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আটজন কর্মী চেয়েছেন। ৯টি গাড়িও চেয়েছেন তিনি। বাড়ি, গাড়ির পাশাপাশি তাঁর ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের জন্য যাবতীয় সব খরচ বহন করতে আল হিলালের কাছে দাবি করেছেন।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২ হাজার ৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ছয় মৌসুম পিএসজিতে খেলার পর এবার ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, দুই মৌসুমে ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৩ হাজার ৫৮৩ কোটি ১৯ লাখ টাকা) পাবেন নেইমার। অর্থাৎ, প্রতি বছর ১৫০ মিলিয়ন ইউরো (১ হাজার ৭৯১ কোটি ৫৯ লাখ টাকা) পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরও ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে এমন প্রতিশ্রুতি রয়েছে। এতে করে সপ্তাহে ৩০ মিলিয়ন ইউরো (৩৫৮ কোটি ৩২ লাখ টাকা) পাবেন তিনি।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। এরপর ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে