
আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।
প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই ২ গোল হজম করে বসে ম্যানইউ। আতালান্তার হয়ে ১৫ মিনিটের সময় প্রথম গোলটি করেন মারিও পাসালিচ। ২৮ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দ্বিতীয় গোলটি করেন মেরিহ ডেমিরাল। ঘরের মাঠে হার তখন চোখ রাঙাচ্ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটিকে।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ম্যানইউ। এই ধারাবাহিকতায় পেয়ে যায় প্রথম গোলও। ৫৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের পা থেকে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে গোল করেন এই ফরোয়ার্ড। চোট থেকে ফেরার পর শেষ দুই ম্যাচেই গোলের দেখা পেলেন রাশফোর্ড।
৭৫ মিনিটের সময় ম্যানইউকে সমতায় ফেরান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। ডান প্রান্ত থেকে আসা জাদন সানচোর ক্রস এডিনসন কাভানির আলতো ছোঁয়ায় চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাগুইয়ার কাছে। জোরালো শটে গোল করতে ভুল করেননি এই ইংলিশ তারকা।
ইউনাইটেডের জয়সূচক গোলটা রোনালদোর। ৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শর দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে হেডে জালে জড়ান রোনালদো। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানইউর।
গত রাতে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিও পেয়েছে বড় জয়। গ্রুপ ‘এইচ’-এর খেলায় দুর্বল মালমোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। স্টামফোর্ড ব্রিজে দলের জয়ে জোড়া গোল করেছেন ব্যালন ডিঅরের দৌড়ে থাকা জর্জিনহো। দুটিই পেনাল্টি থেকে। চেলসির হয়ে বাকি গোল দুটি আন্দ্রেয়াস ক্রিস্টিনসের ও কাই হাভার্টজের।

আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।
প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই ২ গোল হজম করে বসে ম্যানইউ। আতালান্তার হয়ে ১৫ মিনিটের সময় প্রথম গোলটি করেন মারিও পাসালিচ। ২৮ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দ্বিতীয় গোলটি করেন মেরিহ ডেমিরাল। ঘরের মাঠে হার তখন চোখ রাঙাচ্ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটিকে।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ম্যানইউ। এই ধারাবাহিকতায় পেয়ে যায় প্রথম গোলও। ৫৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের পা থেকে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে গোল করেন এই ফরোয়ার্ড। চোট থেকে ফেরার পর শেষ দুই ম্যাচেই গোলের দেখা পেলেন রাশফোর্ড।
৭৫ মিনিটের সময় ম্যানইউকে সমতায় ফেরান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। ডান প্রান্ত থেকে আসা জাদন সানচোর ক্রস এডিনসন কাভানির আলতো ছোঁয়ায় চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাগুইয়ার কাছে। জোরালো শটে গোল করতে ভুল করেননি এই ইংলিশ তারকা।
ইউনাইটেডের জয়সূচক গোলটা রোনালদোর। ৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শর দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে হেডে জালে জড়ান রোনালদো। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানইউর।
গত রাতে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিও পেয়েছে বড় জয়। গ্রুপ ‘এইচ’-এর খেলায় দুর্বল মালমোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। স্টামফোর্ড ব্রিজে দলের জয়ে জোড়া গোল করেছেন ব্যালন ডিঅরের দৌড়ে থাকা জর্জিনহো। দুটিই পেনাল্টি থেকে। চেলসির হয়ে বাকি গোল দুটি আন্দ্রেয়াস ক্রিস্টিনসের ও কাই হাভার্টজের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে