ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক পয়েন্ট বিসর্জন দিয়েই চলেছে আর্সেনাল। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছে গানাররা। এ নিয়ে লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল, ড্র করেছে এক ম্যাচ।
সেন্ট জেমস পার্কে ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে বেশিক্ষণ লাগেনি নিউক্যাসলের। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে দারুণ এক হেডে ১২ মিনিটে আর্সেনালের জাল খুঁজে নেন আলেক্সান্দার ইসাক। এ নিয়ে ঘরের মাঠে লিগে শেষ ১২ ম্যাচে ১২ গোল করলেন এই সুইডিশ ফরোয়ার্ড।
এই হারে এ মৌসুমে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল ও ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গত দুই মৌসুমে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্সেনালের। শেষ মুহূর্তে পয়েন্ট বিসর্জন দেওয়ার মাশুলই দিতে হয়েছে তাদের। গানারদের সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নেয় সিটি। এবার আর্সেনাল শুরু থেকে শিরোপা দৌড়ের আশা জাগিয়ে হঠাৎ ছন্দহীন হয়ে পড়েছে।
বুন্দেসলিগায় আবারও হোঁচট খেয়েছে বেয়ার লেভারকুসেন। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠ বেঅ্যারেনায় গোলশূন্য ড্র করেছে স্টুটগার্টের বিপক্ষে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে ড্র করল জাভি আলোনসোর দল। গত মৌসুমে অপরাজিত থেকে লিগ জেতা লেভারকুসেন এবার ৯ ম্যাচে হেরেছে ১ ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৮ ম্যাচে সমান ২০ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিগ।
পয়েন্ট খুইয়ে হতাশ আলোনসো। ম্যাচ শেষে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা খুশি নই। আমরা ভেবেছি জয়ের জন্য যথেষ্ট করেছি।’
ফ্রেঞ্চ লিগ আঁয় মোনাকোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আঁজার। আর লিলের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিঁও।

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক পয়েন্ট বিসর্জন দিয়েই চলেছে আর্সেনাল। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছে গানাররা। এ নিয়ে লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল, ড্র করেছে এক ম্যাচ।
সেন্ট জেমস পার্কে ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে বেশিক্ষণ লাগেনি নিউক্যাসলের। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে দারুণ এক হেডে ১২ মিনিটে আর্সেনালের জাল খুঁজে নেন আলেক্সান্দার ইসাক। এ নিয়ে ঘরের মাঠে লিগে শেষ ১২ ম্যাচে ১২ গোল করলেন এই সুইডিশ ফরোয়ার্ড।
এই হারে এ মৌসুমে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল ও ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গত দুই মৌসুমে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্সেনালের। শেষ মুহূর্তে পয়েন্ট বিসর্জন দেওয়ার মাশুলই দিতে হয়েছে তাদের। গানারদের সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নেয় সিটি। এবার আর্সেনাল শুরু থেকে শিরোপা দৌড়ের আশা জাগিয়ে হঠাৎ ছন্দহীন হয়ে পড়েছে।
বুন্দেসলিগায় আবারও হোঁচট খেয়েছে বেয়ার লেভারকুসেন। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠ বেঅ্যারেনায় গোলশূন্য ড্র করেছে স্টুটগার্টের বিপক্ষে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে ড্র করল জাভি আলোনসোর দল। গত মৌসুমে অপরাজিত থেকে লিগ জেতা লেভারকুসেন এবার ৯ ম্যাচে হেরেছে ১ ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৮ ম্যাচে সমান ২০ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিগ।
পয়েন্ট খুইয়ে হতাশ আলোনসো। ম্যাচ শেষে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা খুশি নই। আমরা ভেবেছি জয়ের জন্য যথেষ্ট করেছি।’
ফ্রেঞ্চ লিগ আঁয় মোনাকোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আঁজার। আর লিলের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিঁও।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে