
আর্লিং হালান্ডের কথা শুনে অনেকেরই চমকে যাওয়ার কথা। হালান্ড জানিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড গড়ার ব্যাপারে তাঁর কোনো রকম সন্দেহ ছিল না। তাতে কেউ কেউ হয়তো হালান্ডকে ‘জ্যোতিষী’ ভাবাও শুরু করেছেন।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। প্রথম মৌসুমেই গোলের ফিফটি করে ফেলেছেন। ৫১ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। ৬টি হ্যাটট্রিক করে ফেলেছেন সিটির এই স্ট্রাইকার, যার মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া হালান্ড স্কাই স্পোর্টসকে বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আমি জানতাম একটা সেরা দলের হয়ে পারফর্ম করতে যাচ্ছি। গত বছর সিটি ১০০ গোল করেছে। এই ক্লাবে এসে গোল করার ব্যাপারে আশাবাদী ছিলাম। বুঝতে পেরেছি কেন সবাই এটাকে সেরা লিগ বলে। এটা আসলেই তাই। এখানে খেলাটা বেশ উপভোগ করছি আমি।’
গোলের পর গোল করা হালান্ড তাঁর সেরা গোলও বেছে নিয়েছেন। সাউদাম্পটনের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলটাই সেরা তাঁর কাছে। এ বছরের ৮ এপ্রিল জ্যাক গ্রিয়ালিশের অ্যাসিস্টে দারুণ এক বাইসাইকেল কিক করেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘সাউদাম্পটনের বিপক্ষে বাইসাইকেল কিকটাই বিশেষ কিছু, তাই না? শূন্যে এভাবে শরীর ভাসিয়ে রাখা!’
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা তো হালান্ড জিতেই ফেলেছেন। তাঁর সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের সুযোগ। এই মৌসুমে সিটি আরও দুটি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। ৩ জুন এফএ কাপে ম্যানসিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগে সিটিজেনদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

আর্লিং হালান্ডের কথা শুনে অনেকেরই চমকে যাওয়ার কথা। হালান্ড জানিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড গড়ার ব্যাপারে তাঁর কোনো রকম সন্দেহ ছিল না। তাতে কেউ কেউ হয়তো হালান্ডকে ‘জ্যোতিষী’ ভাবাও শুরু করেছেন।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। প্রথম মৌসুমেই গোলের ফিফটি করে ফেলেছেন। ৫১ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। ৬টি হ্যাটট্রিক করে ফেলেছেন সিটির এই স্ট্রাইকার, যার মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া হালান্ড স্কাই স্পোর্টসকে বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আমি জানতাম একটা সেরা দলের হয়ে পারফর্ম করতে যাচ্ছি। গত বছর সিটি ১০০ গোল করেছে। এই ক্লাবে এসে গোল করার ব্যাপারে আশাবাদী ছিলাম। বুঝতে পেরেছি কেন সবাই এটাকে সেরা লিগ বলে। এটা আসলেই তাই। এখানে খেলাটা বেশ উপভোগ করছি আমি।’
গোলের পর গোল করা হালান্ড তাঁর সেরা গোলও বেছে নিয়েছেন। সাউদাম্পটনের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলটাই সেরা তাঁর কাছে। এ বছরের ৮ এপ্রিল জ্যাক গ্রিয়ালিশের অ্যাসিস্টে দারুণ এক বাইসাইকেল কিক করেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘সাউদাম্পটনের বিপক্ষে বাইসাইকেল কিকটাই বিশেষ কিছু, তাই না? শূন্যে এভাবে শরীর ভাসিয়ে রাখা!’
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা তো হালান্ড জিতেই ফেলেছেন। তাঁর সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের সুযোগ। এই মৌসুমে সিটি আরও দুটি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। ৩ জুন এফএ কাপে ম্যানসিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগে সিটিজেনদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩৬ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে