
ফুটবলে কোচই সর্বেসর্বা। তাঁর কৌশলেই শিষ্যরা মাঠে খেলবেন এটাই ফুটবলের নিয়ম। গুরুর কাছে শিষ্যরা জানবেন, শিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের কোচ যদি শিষ্যের কাছেই শিখতে চান, তখন বিষয়টা একটু অন্যরকমই বটে।
এই অন্যরকম ইচ্ছাই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। মেজর লিগ সকারের ক্লাবটির কোচ যাঁর কাছে শিখতে চেয়েছেন, তিনি হচ্ছেন অতিমানবীয় একজন। বিশ্ব ফুটবলে যাঁর পরিচয় ‘ভিনগ্রহের’ খেলোয়াড় নামে। সেই ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।
যদিও এখন পর্যন্ত মেসি নেভিলের শিষ্য হননি। হবেন কি না, সেটিরও নিশ্চিয়তা নেই। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে ক্লাবটিতে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন তিনি। এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হলেও সময় বাড়াতে দুই পক্ষ রাজি রয়েছে বলে জানা গেছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।
অন্যদিকে মিরাকল কিছু ঘটার অপেক্ষায় আছেন নেভিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে সই করানো কঠিন। যদি মেসি আসে, খুশি হব। আর তার কাছে কিছু শিখব।’ সই করানো কঠিন হলেও মেসির বিষয়ে এখনই আশাহত হতে চান না তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলারের এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। মেসিকে নিয়ে এই গুঞ্জন যদি সত্যিও হয়, তখন তিনি দলটির কোচ থাকবেন কি না, সেটিও দেখার বিষয়।
নিজের আরাধ্য স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো পিএসজির হয়ে খেলবেন মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় অঁজের বিপক্ষে খেলতে নামবেন এলএম টেন। ছুটিতে থাকায় আজকের ম্যাচে পাবেন না ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।

ফুটবলে কোচই সর্বেসর্বা। তাঁর কৌশলেই শিষ্যরা মাঠে খেলবেন এটাই ফুটবলের নিয়ম। গুরুর কাছে শিষ্যরা জানবেন, শিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের কোচ যদি শিষ্যের কাছেই শিখতে চান, তখন বিষয়টা একটু অন্যরকমই বটে।
এই অন্যরকম ইচ্ছাই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। মেজর লিগ সকারের ক্লাবটির কোচ যাঁর কাছে শিখতে চেয়েছেন, তিনি হচ্ছেন অতিমানবীয় একজন। বিশ্ব ফুটবলে যাঁর পরিচয় ‘ভিনগ্রহের’ খেলোয়াড় নামে। সেই ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।
যদিও এখন পর্যন্ত মেসি নেভিলের শিষ্য হননি। হবেন কি না, সেটিরও নিশ্চিয়তা নেই। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে ক্লাবটিতে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন তিনি। এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হলেও সময় বাড়াতে দুই পক্ষ রাজি রয়েছে বলে জানা গেছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।
অন্যদিকে মিরাকল কিছু ঘটার অপেক্ষায় আছেন নেভিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে সই করানো কঠিন। যদি মেসি আসে, খুশি হব। আর তার কাছে কিছু শিখব।’ সই করানো কঠিন হলেও মেসির বিষয়ে এখনই আশাহত হতে চান না তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলারের এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। মেসিকে নিয়ে এই গুঞ্জন যদি সত্যিও হয়, তখন তিনি দলটির কোচ থাকবেন কি না, সেটিও দেখার বিষয়।
নিজের আরাধ্য স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো পিএসজির হয়ে খেলবেন মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় অঁজের বিপক্ষে খেলতে নামবেন এলএম টেন। ছুটিতে থাকায় আজকের ম্যাচে পাবেন না ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে