নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় এক মাস তিনি ছিলেন চোখের আড়ালে। ফিফার এক নিষেধাজ্ঞায় দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ঘিরে প্রশ্ন আর কৌতূহলের কমতি ছিল না মোটেও। আড়াল ভেঙে অবশেষে প্রকাশ্যে এলেন সোহাগ। সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বললেন, তিনি ‘নির্দোষ’!
গত ১৪ এপ্রিল ফিফার নিষেধাজ্ঞায় পড়েন আবু নাঈম সোহাগ। এরপর থেকে গণমাধ্যম বহুবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি তিনি। শুধু বলেছেন একটি কথাই, ‘সত্য প্রকাশিত হবেই’। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাকা সংবাদ সম্মেলন একই কথায় বলেছেন সোহাগ। সঙ্গে ছিলেন তার আইনজীবী আজমালুল হোসাইন কেসি।
সত্য প্রকাশিত হবে, এমন কথা বারবার বললেও সেই সত্যটি যে কী সেটা একবারও খোলাসা করেননি সোহাগ। আজ সংবাদমাধ্যম তার কাছ থেকে জানতে চেয়েছে একটি কথাই, নিজেকে নির্দোষ কিংবা বলির পাঁঠা মনে করেন কিনা সোহাগ। শুরুতে এ প্রশ্নের এড়িয়ে যেতে চেষ্টা করেছেন অনিয়মের দায়ে অভিযুক্ত বাফুফের সাধারণ সম্পাদক। শেষ পর্যন্ত আর পারেননি। বেশ জোরের সঙ্গেই বলেছেন, ‘আমি নিজেকে নির্দোষ মনে করি। সেটা আনুষ্ঠানিক প্রমাণের জন্যই কাজ করছি। আমি আবারও আপনাদের কাছে ফিরব। আশা করি, ভালো খবর নিয়েই ফিরব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
সোহাগকে নিয়ে ফিফার রায়ে কোণঠাসা হয়ে পড়েছে বাফুফে। প্রশ্ন তো আগে থেকেই ছিল, আরও চাপের মুখে পড়ে ফেডারেশনটি। সোহাগকে আজীবন নিষিদ্ধ করা হয় ফেডারেশন থেকে। অনিয়মের অভিযোগ মুছে ফেলতে জোর দিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসাইন কেসি। আর সোহাগ বলেছেন, ‘সময় সকল কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারব।’ নিজেকে ফুটবল প্রেমী দাবি করে তিনি আরও বলেছেন, ‘ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসেই ফুটবল ফেডারেশনে কাজ করেছি ৷ অনেকে বলেছে, রাত পর্যন্ত ভবনে থেকেছি তখন কাজ করেছি এ নিয়েই। পাঁচ বছরের অনেক ডকুমেন্টস সংগ্রহ করেছি।’

প্রায় এক মাস তিনি ছিলেন চোখের আড়ালে। ফিফার এক নিষেধাজ্ঞায় দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ঘিরে প্রশ্ন আর কৌতূহলের কমতি ছিল না মোটেও। আড়াল ভেঙে অবশেষে প্রকাশ্যে এলেন সোহাগ। সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বললেন, তিনি ‘নির্দোষ’!
গত ১৪ এপ্রিল ফিফার নিষেধাজ্ঞায় পড়েন আবু নাঈম সোহাগ। এরপর থেকে গণমাধ্যম বহুবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি তিনি। শুধু বলেছেন একটি কথাই, ‘সত্য প্রকাশিত হবেই’। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাকা সংবাদ সম্মেলন একই কথায় বলেছেন সোহাগ। সঙ্গে ছিলেন তার আইনজীবী আজমালুল হোসাইন কেসি।
সত্য প্রকাশিত হবে, এমন কথা বারবার বললেও সেই সত্যটি যে কী সেটা একবারও খোলাসা করেননি সোহাগ। আজ সংবাদমাধ্যম তার কাছ থেকে জানতে চেয়েছে একটি কথাই, নিজেকে নির্দোষ কিংবা বলির পাঁঠা মনে করেন কিনা সোহাগ। শুরুতে এ প্রশ্নের এড়িয়ে যেতে চেষ্টা করেছেন অনিয়মের দায়ে অভিযুক্ত বাফুফের সাধারণ সম্পাদক। শেষ পর্যন্ত আর পারেননি। বেশ জোরের সঙ্গেই বলেছেন, ‘আমি নিজেকে নির্দোষ মনে করি। সেটা আনুষ্ঠানিক প্রমাণের জন্যই কাজ করছি। আমি আবারও আপনাদের কাছে ফিরব। আশা করি, ভালো খবর নিয়েই ফিরব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
সোহাগকে নিয়ে ফিফার রায়ে কোণঠাসা হয়ে পড়েছে বাফুফে। প্রশ্ন তো আগে থেকেই ছিল, আরও চাপের মুখে পড়ে ফেডারেশনটি। সোহাগকে আজীবন নিষিদ্ধ করা হয় ফেডারেশন থেকে। অনিয়মের অভিযোগ মুছে ফেলতে জোর দিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসাইন কেসি। আর সোহাগ বলেছেন, ‘সময় সকল কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারব।’ নিজেকে ফুটবল প্রেমী দাবি করে তিনি আরও বলেছেন, ‘ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসেই ফুটবল ফেডারেশনে কাজ করেছি ৷ অনেকে বলেছে, রাত পর্যন্ত ভবনে থেকেছি তখন কাজ করেছি এ নিয়েই। পাঁচ বছরের অনেক ডকুমেন্টস সংগ্রহ করেছি।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে