নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কাকে হারিয়েই লক্ষ্যটা ঠিক করা ছিল। পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে সেই লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
২০১৯ সালে সাফের এ প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে। সেবারের ফাইনালে ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। ভারতের বর্তমান দলটাকে হারাতে মরিয়াই ছিল তানভীর হোসেনের দল। ম্যাচেও ছিল সেই প্রভাব।
ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলে ৮ মিনিটের গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে বলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন পিয়াস আহমেদ নোভা, এগিয়ে আসা ভারতীয় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপও করেছিলেন। গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও বল আটকে যায় পোস্টে।
১৭ মিনিটে আবারও ভারতের রক্ষণে আতঙ্ক ছড়ান পিয়াস। ভারতীয় ডিফেন্ডারদের ছিটকে দিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে হার মানিয়েছিলেন ভারতীয় গোলরক্ষককেও। কিন্তু নিজে শট না নিয়ে গোলমুখে বল বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশে। ভারতীয় ডিফেন্ডারদের কারণে সেবারও গোল পাওয়া হয়নি বাংলাদেশের।
আক্রমণের ধারা ধরে রেখে ২৯ মিনিটে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নেন পিয়াস। পিয়াসকে ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষকও। এবার আর ভুল করেননি পিয়াস, গোলরক্ষকহীন ফাঁকা জালে ঠান্ডা মাথায় বল জড়িয়ে লাল-সবুজদের আনন্দের উপলক্ষ এনে দেন।
গোল হজম করে অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। ৩৫ মিনিটে সতীর্থের ক্রসে বক্সে বেশ খানিকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন গুরক্রিত সিং। পোস্টের কোনা দিয়ে ঢোকা সেই বল ফেরানোর কোনো সাধ্যই ছিল না বাংলাদেশ গোলরক্ষক আসিফের।
এ অর্ধের শেষ দিকে অবশ্য রাজেশ গিরির জোরালো শট ফেরান আসিফ। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশকে আবারও গোলের আনন্দে ভাসান পিয়াস। বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে সে গোলটাই। বক্সে ফাউলের শিকার হয়েছিলেন পিয়াস, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে নিজেই শট নিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে বড় কোনো আক্রমণে যায়নি বাংলাদেশ। ভারত পারেনি বাংলাদেশের রক্ষণেও ফাটল ধরাতে। প্রথমার্ধে পিয়াসের জোড়া গোলটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ব্যবধান।

শ্রীলঙ্কাকে হারিয়েই লক্ষ্যটা ঠিক করা ছিল। পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে সেই লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
২০১৯ সালে সাফের এ প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে। সেবারের ফাইনালে ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। ভারতের বর্তমান দলটাকে হারাতে মরিয়াই ছিল তানভীর হোসেনের দল। ম্যাচেও ছিল সেই প্রভাব।
ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলে ৮ মিনিটের গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে বলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন পিয়াস আহমেদ নোভা, এগিয়ে আসা ভারতীয় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপও করেছিলেন। গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও বল আটকে যায় পোস্টে।
১৭ মিনিটে আবারও ভারতের রক্ষণে আতঙ্ক ছড়ান পিয়াস। ভারতীয় ডিফেন্ডারদের ছিটকে দিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে হার মানিয়েছিলেন ভারতীয় গোলরক্ষককেও। কিন্তু নিজে শট না নিয়ে গোলমুখে বল বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশে। ভারতীয় ডিফেন্ডারদের কারণে সেবারও গোল পাওয়া হয়নি বাংলাদেশের।
আক্রমণের ধারা ধরে রেখে ২৯ মিনিটে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নেন পিয়াস। পিয়াসকে ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষকও। এবার আর ভুল করেননি পিয়াস, গোলরক্ষকহীন ফাঁকা জালে ঠান্ডা মাথায় বল জড়িয়ে লাল-সবুজদের আনন্দের উপলক্ষ এনে দেন।
গোল হজম করে অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। ৩৫ মিনিটে সতীর্থের ক্রসে বক্সে বেশ খানিকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন গুরক্রিত সিং। পোস্টের কোনা দিয়ে ঢোকা সেই বল ফেরানোর কোনো সাধ্যই ছিল না বাংলাদেশ গোলরক্ষক আসিফের।
এ অর্ধের শেষ দিকে অবশ্য রাজেশ গিরির জোরালো শট ফেরান আসিফ। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশকে আবারও গোলের আনন্দে ভাসান পিয়াস। বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে সে গোলটাই। বক্সে ফাউলের শিকার হয়েছিলেন পিয়াস, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে নিজেই শট নিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে বড় কোনো আক্রমণে যায়নি বাংলাদেশ। ভারত পারেনি বাংলাদেশের রক্ষণেও ফাটল ধরাতে। প্রথমার্ধে পিয়াসের জোড়া গোলটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ব্যবধান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৩ ঘণ্টা আগে