
মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’

মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে