
মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’

মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে