ক্রীড়া ডেস্ক

৩৮ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ৩৮তম জন্মদিন জয় দিয়ে রাঙানোর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত। ইন্টার মায়ামি প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস লিখল দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। তাতে মাটি হয়ে গেল আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিনের ‘উৎসব’।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও পালমেইরাস। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে মায়ামি এগিয়ে ছিল। কিন্তু চমক যে তখনো বাকি। শেষ মুহূর্তের ঝলকে পালমেইরাস ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামির বিপক্ষে।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি ও পালমেইরাস। ১৬ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন তাদিও আলেন্দে। প্রথমার্ধ মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। মেসির জন্মদিন হলেও আজ মাঠের পারফরম্যান্সে ম্যাচটা হয়ে ওঠে সুয়ারেজময়। মায়ামির দুটি গোলেই তাঁর অবদান রয়েছে। যেখানে ৬৫ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ।
২-০ গোলে এগিয়ে থাকা মায়ামির কাছে জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই পালমেইরাসের ঘুরে দাঁড়ানো শুরু। ৮০ মিনিটে ফরোয়ার্ড পলিনিওর গোলে ব্যবধান কমায় পালমেইরাস। ৮৭ মিনিটে সমতাসূচক গোল করেন মরিসিও। পলিনিও, মরিসিও-পালমেইরাসের দুই গোলদাতাই বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন। ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে।
আগের ম্যাচে বোতাফোগোর কাছে হেরে পিএসজি কিছুটা চাপে ছিল। কিন্তু গত রাতে সিয়াটল সাউন্ডার্সকে ঠিকই হারিয়েছে পিএসজি। সিয়াটলকে ২–০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পিএসজি। ৩৫ ও ৬৬ মিনিটে দুটি গোল করেছেন খিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি। পিএসজি, বোতাফোগো, আতলেতিকো তিন দলেরই সমান ৬ পয়েন্ট থাকলেও আতলেতিকো শেষ ষোলোয় উঠতে পারেনি। কারণ, গোল ব্যবধানে পিএসজি (+৫) সবচেয়ে এগিয়ে। গোল ব্যবধানের কারণে বোতাফোগো (+১) ও আতলেতিকো (-১) পয়েন্ট তালিকায় দুই ও তিনে অবস্থান করছে।

৩৮ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ৩৮তম জন্মদিন জয় দিয়ে রাঙানোর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত। ইন্টার মায়ামি প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস লিখল দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। তাতে মাটি হয়ে গেল আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিনের ‘উৎসব’।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও পালমেইরাস। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে মায়ামি এগিয়ে ছিল। কিন্তু চমক যে তখনো বাকি। শেষ মুহূর্তের ঝলকে পালমেইরাস ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামির বিপক্ষে।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি ও পালমেইরাস। ১৬ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন তাদিও আলেন্দে। প্রথমার্ধ মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। মেসির জন্মদিন হলেও আজ মাঠের পারফরম্যান্সে ম্যাচটা হয়ে ওঠে সুয়ারেজময়। মায়ামির দুটি গোলেই তাঁর অবদান রয়েছে। যেখানে ৬৫ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ।
২-০ গোলে এগিয়ে থাকা মায়ামির কাছে জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই পালমেইরাসের ঘুরে দাঁড়ানো শুরু। ৮০ মিনিটে ফরোয়ার্ড পলিনিওর গোলে ব্যবধান কমায় পালমেইরাস। ৮৭ মিনিটে সমতাসূচক গোল করেন মরিসিও। পলিনিও, মরিসিও-পালমেইরাসের দুই গোলদাতাই বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন। ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে।
আগের ম্যাচে বোতাফোগোর কাছে হেরে পিএসজি কিছুটা চাপে ছিল। কিন্তু গত রাতে সিয়াটল সাউন্ডার্সকে ঠিকই হারিয়েছে পিএসজি। সিয়াটলকে ২–০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পিএসজি। ৩৫ ও ৬৬ মিনিটে দুটি গোল করেছেন খিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি। পিএসজি, বোতাফোগো, আতলেতিকো তিন দলেরই সমান ৬ পয়েন্ট থাকলেও আতলেতিকো শেষ ষোলোয় উঠতে পারেনি। কারণ, গোল ব্যবধানে পিএসজি (+৫) সবচেয়ে এগিয়ে। গোল ব্যবধানের কারণে বোতাফোগো (+১) ও আতলেতিকো (-১) পয়েন্ট তালিকায় দুই ও তিনে অবস্থান করছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে