
বিশ্বকাপে নিজেদের প্রথম রাউন্ড শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। ফলে দলটির খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে একটু বেশিই ধকল বয়ে গেছে। সতেজতার জন্য গতকাল শিষ্যদের পরিবার নিয়ে সময় কাটাতে ছুটি দেন কোচ লিওনেল স্কালোনি।
তবে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আজ আবার আট ঘাঁট বেঁধে অনুশীলনে নেমে পড়েছেন লিওনেল মেসি বাহিনী। কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। স্কালোনির ক্লাসে দুইজন খেলোয়াড় ছাড়া বাকি ২৪ জনই উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনা গণমাধ্যমের খবর, ফিট না হওয়ায় চোটে পড়া আনহেল দি মারিয়া ও পাপু গোমজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অনুশীলনে যোগ না দিলেও জিমে ফিরেছেন দি মারিয়া।
গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন স্কালোনি। ম্যাচের পর দলটির কোচ জানান ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন দি মারিয়া। ফিট না থাকায় দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জুভেন্টাস স্ট্রাইকারকে মাঠে নামানো হয়নি।
দি মারিয়ার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন পাপু গোমেজ। ওই ম্যাচে পাপুও দেন দুঃসংবাদ। ক্যাঙারুদের বিপক্ষে ডান পায়ের গোড়ালি মচকে যায় সেভিয়া মিডফিল্ডারের।
ম্যাচের ৫০ তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় গোমেজকে। আর্জেন্টিনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনো গোড়ালিতে চাপ দিতে পারছেন না গোমেজ। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে গোমেজ খেলতে পারবেন কি না, তা এখনো বলা যাচ্ছে না। নিশ্চিত হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম রাউন্ড শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। ফলে দলটির খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে একটু বেশিই ধকল বয়ে গেছে। সতেজতার জন্য গতকাল শিষ্যদের পরিবার নিয়ে সময় কাটাতে ছুটি দেন কোচ লিওনেল স্কালোনি।
তবে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আজ আবার আট ঘাঁট বেঁধে অনুশীলনে নেমে পড়েছেন লিওনেল মেসি বাহিনী। কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। স্কালোনির ক্লাসে দুইজন খেলোয়াড় ছাড়া বাকি ২৪ জনই উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনা গণমাধ্যমের খবর, ফিট না হওয়ায় চোটে পড়া আনহেল দি মারিয়া ও পাপু গোমজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অনুশীলনে যোগ না দিলেও জিমে ফিরেছেন দি মারিয়া।
গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন স্কালোনি। ম্যাচের পর দলটির কোচ জানান ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন দি মারিয়া। ফিট না থাকায় দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জুভেন্টাস স্ট্রাইকারকে মাঠে নামানো হয়নি।
দি মারিয়ার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন পাপু গোমেজ। ওই ম্যাচে পাপুও দেন দুঃসংবাদ। ক্যাঙারুদের বিপক্ষে ডান পায়ের গোড়ালি মচকে যায় সেভিয়া মিডফিল্ডারের।
ম্যাচের ৫০ তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় গোমেজকে। আর্জেন্টিনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনো গোড়ালিতে চাপ দিতে পারছেন না গোমেজ। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে গোমেজ খেলতে পারবেন কি না, তা এখনো বলা যাচ্ছে না। নিশ্চিত হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৪ ঘণ্টা আগে