Ajker Patrika

দুই ফুটবলারকে ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬: ৫৪
দুই ফুটবলারকে ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন

বিশ্বকাপে নিজেদের প্রথম রাউন্ড শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। ফলে দলটির খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে একটু বেশিই ধকল বয়ে গেছে। সতেজতার জন্য গতকাল শিষ্যদের পরিবার নিয়ে সময় কাটাতে ছুটি দেন কোচ লিওনেল স্কালোনি।

তবে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আজ আবার আট ঘাঁট বেঁধে অনুশীলনে নেমে পড়েছেন লিওনেল মেসি বাহিনী। কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। স্কালোনির ক্লাসে দুইজন খেলোয়াড় ছাড়া বাকি ২৪ জনই উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনা গণমাধ্যমের খবর, ফিট না হওয়ায় চোটে পড়া আনহেল দি মারিয়া ও পাপু গোমজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অনুশীলনে যোগ না দিলেও জিমে ফিরেছেন দি মারিয়া।

গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন স্কালোনি। ম্যাচের পর দলটির কোচ জানান ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন দি মারিয়া। ফিট না থাকায় দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জুভেন্টাস স্ট্রাইকারকে মাঠে নামানো হয়নি।

দি মারিয়ার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন পাপু গোমেজ। ওই ম্যাচে পাপুও দেন দুঃসংবাদ। ক্যাঙারুদের বিপক্ষে ডান পায়ের গোড়ালি মচকে যায় সেভিয়া মিডফিল্ডারের।

ম্যাচের ৫০ তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় গোমেজকে। আর্জেন্টিনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনো গোড়ালিতে চাপ দিতে পারছেন না গোমেজ। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে গোমেজ খেলতে পারবেন কি না, তা এখনো বলা যাচ্ছে না। নিশ্চিত হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত