ক্রীড়া ডেস্ক
১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
কাইজিনহাকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে সান্তোস ফুটবল ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে লিখেছে, ‘সান্তোস ফুটবল জানাচ্ছে যে কোচ পেদ্রো কাইজিনহা আর দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে দুই সহকারী কোচ পেদ্রো মালতা ও হোসে প্রাতাস, ট্রেনার গুইলার্মে গোমেজ, গোলরক্ষক কোচ হোসে বেলমান—তাঁরাও ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন।’
O Santos Futebol Clube informa que o técnico Pedro Caixinha não comanda mais o time profissional. Junto com ele deixam o Clube os auxiliares técnicos Pedro Malta e José Pratas, o preparador físico Guilherme Gomes e o preparador de goleiros José Belman. O auxiliar técnico César… pic.twitter.com/qaAoMMheI5
— Santos FC (@SantosFC) April 14, 2025
এ বছরের জানুয়ারির শেষে আল হিলাল ছেড়ে নেইমার আসেন সান্তোসে। কাইজিনহার সঙ্গে মাত্র দুই মাস কাজ করতে পারলেও তাঁর হঠাৎ চাকরি চলে যাওয়ায় নেইমার আবেগপ্রবল হয়ে পড়েছেন। কাইজিনহাকে জড়িয়ে ধরার একটি ছবি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার পোস্ট করেছেন। ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড পোস্ট করেছেন, ‘জনাব আপনার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আপনার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
কাইজিনহা বরখাস্ত হওয়ায় সান্তোসের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়েছে। ব্রাজিলের ক্লাবটি এক সহকারী কোচকে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব দিয়েছে।
সান্তোস লিখেছে, ‘সহকারী কোচ সিজার সাম্পাইও অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব নেবেন। বোর্ড পরিচালকেরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। তাঁর কোচিং ক্যারিয়ার যেন দীর্ঘায়িত করতে পারেন, সেই শুভকামনা রইল।’
কাইজিনহার কোচিং করানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত দেসপোর্তিভো বেজা যুব দলের কোচিং করিয়েছেন। বিভিন্ন ক্লাবের সহকারী কোচও ছিলেন। এখন পর্যন্ত বিভিন্ন ক্লাবের প্রধান কোচ হিসেবে ৫৬৬ ম্যাচে ডাগআউটে বসেছেন। সান্তোসের আগে ব্রাজিলের আরেক ক্লাব রেড বুল ব্রাগান্তিতোতে ২০২৩-২৪ সালে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে সান্তোস আনুষ্ঠানিকভাবে কাইজিনহাকে প্রধান কোচ ঘোষণা করে। চার মাসে তাঁর অধীনে সান্তোস ১৭ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। ৭ ম্যাচ হেরেছে ও ৪ ম্যাচ ড্র করেছে। সান্তোসের কোচ হিসেবে সবশেষ গতকাল ডাগআউটে ছিলেন কাইজিনহা। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোসকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই টুর্নামেন্টে ২০ দলের মধ্যে সান্তোস রয়েছে ১৮ নম্বরে। ক্লাবটি তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ড্র করেছে এক ম্যাচ।
আরও পড়ুন:
১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
কাইজিনহাকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে সান্তোস ফুটবল ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে লিখেছে, ‘সান্তোস ফুটবল জানাচ্ছে যে কোচ পেদ্রো কাইজিনহা আর দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে দুই সহকারী কোচ পেদ্রো মালতা ও হোসে প্রাতাস, ট্রেনার গুইলার্মে গোমেজ, গোলরক্ষক কোচ হোসে বেলমান—তাঁরাও ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন।’
O Santos Futebol Clube informa que o técnico Pedro Caixinha não comanda mais o time profissional. Junto com ele deixam o Clube os auxiliares técnicos Pedro Malta e José Pratas, o preparador físico Guilherme Gomes e o preparador de goleiros José Belman. O auxiliar técnico César… pic.twitter.com/qaAoMMheI5
— Santos FC (@SantosFC) April 14, 2025
এ বছরের জানুয়ারির শেষে আল হিলাল ছেড়ে নেইমার আসেন সান্তোসে। কাইজিনহার সঙ্গে মাত্র দুই মাস কাজ করতে পারলেও তাঁর হঠাৎ চাকরি চলে যাওয়ায় নেইমার আবেগপ্রবল হয়ে পড়েছেন। কাইজিনহাকে জড়িয়ে ধরার একটি ছবি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার পোস্ট করেছেন। ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড পোস্ট করেছেন, ‘জনাব আপনার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আপনার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
কাইজিনহা বরখাস্ত হওয়ায় সান্তোসের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়েছে। ব্রাজিলের ক্লাবটি এক সহকারী কোচকে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব দিয়েছে।
সান্তোস লিখেছে, ‘সহকারী কোচ সিজার সাম্পাইও অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব নেবেন। বোর্ড পরিচালকেরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। তাঁর কোচিং ক্যারিয়ার যেন দীর্ঘায়িত করতে পারেন, সেই শুভকামনা রইল।’
কাইজিনহার কোচিং করানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত দেসপোর্তিভো বেজা যুব দলের কোচিং করিয়েছেন। বিভিন্ন ক্লাবের সহকারী কোচও ছিলেন। এখন পর্যন্ত বিভিন্ন ক্লাবের প্রধান কোচ হিসেবে ৫৬৬ ম্যাচে ডাগআউটে বসেছেন। সান্তোসের আগে ব্রাজিলের আরেক ক্লাব রেড বুল ব্রাগান্তিতোতে ২০২৩-২৪ সালে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে সান্তোস আনুষ্ঠানিকভাবে কাইজিনহাকে প্রধান কোচ ঘোষণা করে। চার মাসে তাঁর অধীনে সান্তোস ১৭ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। ৭ ম্যাচ হেরেছে ও ৪ ম্যাচ ড্র করেছে। সান্তোসের কোচ হিসেবে সবশেষ গতকাল ডাগআউটে ছিলেন কাইজিনহা। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোসকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই টুর্নামেন্টে ২০ দলের মধ্যে সান্তোস রয়েছে ১৮ নম্বরে। ক্লাবটি তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ড্র করেছে এক ম্যাচ।
আরও পড়ুন:
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৫ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৬ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৬ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৮ ঘণ্টা আগে