২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য রদ্রিকে অন্যতম দাবিদার মনে করেনি তাঁর স্বদেশি সাংবাদিক। নিজ দেশের শীর্ষ ভোট পাননি তিনি।
আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাংবাদিকের ১ নম্বর ভোট পাননি ব্রাজিলের ভিনিসিয়ুসও। ভিনিকে রেখেছে তারা তিন নম্বরে। আর্জেন্টিনার শীর্ষ ভোটটা পেলেন জার্মান তারকা টনি ক্রুস। যিনি তালিকায় ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে। ভিনিকে আর্জেন্টিনা ব্যালন ডি’অরের দাবিদার মনে করেনি।
ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় প্রতি ভোটে পান ১৫ পয়েন্ট, দুই নম্বরে ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮,৭, ৫,৪, ৩,২ ও ১ পয়েন্ট। মোট পয়েন্ট ৬,৬৩৩।
২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য রদ্রিকে অন্যতম দাবিদার মনে করেনি তাঁর স্বদেশি সাংবাদিক। নিজ দেশের শীর্ষ ভোট পাননি তিনি।
আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাংবাদিকের ১ নম্বর ভোট পাননি ব্রাজিলের ভিনিসিয়ুসও। ভিনিকে রেখেছে তারা তিন নম্বরে। আর্জেন্টিনার শীর্ষ ভোটটা পেলেন জার্মান তারকা টনি ক্রুস। যিনি তালিকায় ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে। ভিনিকে আর্জেন্টিনা ব্যালন ডি’অরের দাবিদার মনে করেনি।
ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় প্রতি ভোটে পান ১৫ পয়েন্ট, দুই নম্বরে ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮,৭, ৫,৪, ৩,২ ও ১ পয়েন্ট। মোট পয়েন্ট ৬,৬৩৩।
চেলসি ও পিএসজি যখন ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে, তখন কেউ হয়তো কল্পনাও করে না, একসময় এমনই এক খেতাবের জন্য লড়েছিল ইংল্যান্ডের কাউন্টি ডারহামের একটি অপেশাদার দল—ওয়েস্ট অকল্যান্ড টাউন এফসি। ইংল্যান্ডের ফুটবল কাঠামোর নবম স্তরের দলটি আজও ফিফার স্বীকৃত প্রথম ‘বিশ্বচ্যাম্পিয়ন’।
২ ঘণ্টা আগেমর্মান্তিক দুর্ঘটনায় জীবন থেমে গেছে পর্তুগিজ তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। তবে লিভারপুল চায় না, সে স্মৃতি কখনো মুছে যাক। জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিরতরে ২০ নম্বর জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটি।
৫ ঘণ্টা আগেম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপ জেতার গৌরব অর্জন করে ক্রিস্টাল প্যালেস। ১২০ বছরের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম শিরোপা। তবে এই শিরোপা জিতে বড্ড ঝামেলায় তারা। যোগ্যতা অর্জন করেছিল ইউরোপা লিগে খেলার। তবে সেই যোগ্যতা এবার কেড়ে নিয়েছে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।
৬ ঘণ্টা আগেগত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন।
৭ ঘণ্টা আগে