
২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য রদ্রিকে অন্যতম দাবিদার মনে করেনি তাঁর স্বদেশি সাংবাদিক। নিজ দেশের শীর্ষ ভোট পাননি তিনি।

আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাংবাদিকের ১ নম্বর ভোট পাননি ব্রাজিলের ভিনিসিয়ুসও। ভিনিকে রেখেছে তারা তিন নম্বরে। আর্জেন্টিনার শীর্ষ ভোটটা পেলেন জার্মান তারকা টনি ক্রুস। যিনি তালিকায় ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে। ভিনিকে আর্জেন্টিনা ব্যালন ডি’অরের দাবিদার মনে করেনি।
ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় প্রতি ভোটে পান ১৫ পয়েন্ট, দুই নম্বরে ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮,৭, ৫,৪, ৩,২ ও ১ পয়েন্ট। মোট পয়েন্ট ৬,৬৩৩।

২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য রদ্রিকে অন্যতম দাবিদার মনে করেনি তাঁর স্বদেশি সাংবাদিক। নিজ দেশের শীর্ষ ভোট পাননি তিনি।

আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাংবাদিকের ১ নম্বর ভোট পাননি ব্রাজিলের ভিনিসিয়ুসও। ভিনিকে রেখেছে তারা তিন নম্বরে। আর্জেন্টিনার শীর্ষ ভোটটা পেলেন জার্মান তারকা টনি ক্রুস। যিনি তালিকায় ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে। ভিনিকে আর্জেন্টিনা ব্যালন ডি’অরের দাবিদার মনে করেনি।
ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় প্রতি ভোটে পান ১৫ পয়েন্ট, দুই নম্বরে ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮,৭, ৫,৪, ৩,২ ও ১ পয়েন্ট। মোট পয়েন্ট ৬,৬৩৩।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে