Ajker Patrika

মেসির আর্জেন্টাইন সতীর্থকে গলায় বেল্ট বেঁধে ডাকাতদের নির্যাতন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭: ২৩
মেসির আর্জেন্টাইন সতীর্থকে গলায় বেল্ট বেঁধে ডাকাতদের নির্যাতন

পর্তুগালে নিজ বাসাতেই ডাকাতি ও মারাত্মকভাবে মারধরের শিকার হয়েছেন নিকোলাস ওতামেন্দি। মেসির আর্জেন্টাইন এই সতীর্থের বাসায় ডাকাতির সময় ডাকাতেরা তাঁর গলায় বেল্ট বেঁধে নির্যাতন চালায়। তবে ওতামেন্দি ও তাঁর পরিবার বর্তমানে নিরাপদে আছে বলে জানা গেছে। 

পর্তুগাল ক্লাব বেনফিকার হয়ে খেলার কারণে লিসবনের কাছে আলমাদা শহরে বাসা নিয়ে থাকেন ওতামেন্দি। সেখানে সোমবার সকালে ডাকাতদের কবলে পড়েন তিনি ও তাঁর পরিবার। জানা গেছে, বাড়ির সামনে চার ডাকাত ওতামেন্দিকে আটক করে মারধর করে তাঁর গলায় বেল্ট বেঁধে দেয় এবং এরপর জোর করে বাসায় ঢুকে নগদ টাকা ও দামি ঘড়ি লুট করে নিয়ে যায়। ডাকাতির এ ঘটনায় ওতামেন্দির স্ত্রী-পুত্রও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে। 

এ ঘটনার আগে ফামালিকাওয়ের বিপক্ষে ম্যাচে ৪-১ গোলের জয় পায় বেনফিকা। দলকে ম্যাচ জিতিয়ে বাসায় ফেরার পর এই গুরুতর বিপদে পড়েন ওতামেন্দি। ২০২০ সালের সেপ্টেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে বেনফিকায় যোগ দেন এই সেন্টার ব্যাক। 

সাম্প্রতিক সময়ে ফুটবলারদের ওপর দুর্বৃত্তদের হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর আগে চেলসি তারকা জেমস রিচ, টটেনহাম মিডফিল্ডার ডেলে আলী, পিএসজি তারকা দি মারিয়া ও কদিন আগে আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল একই ধরনের ঘটনার শিকার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত