Ajker Patrika

ফাইনালে মেসিদের সমর্থন দেবেন না সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৫: ১১
ফাইনালে মেসিদের সমর্থন দেবেন না সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক

তৃতীয় বিশ্বকাপের শিরোপা পাওয়ার লড়াইয়ে রোববার লুসাইলের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স, যেখানে মেসির হাতে শিরোপা দেখতে ব্রাজিলের সাবেক ফুটবলাররা আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন। এখানেই ব্যতিক্রম হুলিও সিজার। ব্রাজিলের সাবেক এই গোলরক্ষক ফাইনালে সমর্থন দেবেন ফ্রান্সকে।

সিজার এখানে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁর মতে, ব্রাজিল ফাইনাল খেললে আর্জেন্টিনা সমর্থন দিত বিপক্ষ দলকেই। ব্রাজিলের সাবেক গোলরক্ষক বলেন, ‘ব্রাজিলিয়ান হিসেবে ফ্রান্সকে আমার সমর্থন দিতে হবে। ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা আছে। যদি ব্রাজিল ফাইনাল খেলত, তাহলে আর্জেন্টিনা আমাদের বিপক্ষেই থাকত। আমরা দ্বিমুখী হতে চাই না।’ 

কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মেসি। ৫ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। বিশ্বকাপের অনেক রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন মেসি। মেসির পারফরম্যান্সের প্রশংসা করে সিজার বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি। আমার মতে, সে অসাধারণ, দুর্দান্ত। তাকে খেলতে দেখলে দারুণ লাগে।’

ব্রাজিলের জার্সিতে ৮৭ ম্যাচ খেলেছেন হুলিও সিজার। ৮৭ ম্যাচে ৭০ গোল হজম করেছেন। ৪৪ ম্যাচে ‘ক্লিনশিট’ রাখতে পেরেছেন ব্রাজিলের সাবেক এই গোলরক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত