
তার মৃত্যুর খবরে দ্বিধাদ্বন্দ্বে ছিল ইউরোপিয়ান ফুটবল। গত চার মাসে দুবার খবর রটেছিল মারা গেছেন ফুটবলের ‘সুপার এজেন্ট’ খ্যাত মিনো রাইওলা। এবার আর মিথ্যে নয়, শেষ পর্যন্ত জীবনের অবসান হয়েছে ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে পরিচিত রাইওলার।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার ইতালির একটি হাসপাতালে মারা যান ৫৪ বছর বয়সী ইতালিয়ান ফুটবল এজেন্ট। রাইওলার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলেও নিশ্চিত করা হয়েছে রাইওলার মৃত্যুর বিষয়টি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইওলার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বুকভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে মিনো রাইওলা আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন ফুটবলের সর্বকালের সেরা দায়িত্ববান ও অসাধারণ ফুটবল এজেন্ট। দর-কষাকষির টেবিলে ফুটবলারদের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন মিনো। আমরা কখনো বুঝতে পারিনি মিনো আমাদের কতটা গর্বিত করেছেন।’
ইতালিতে জন্ম নেওয়া রাইওলা ফুটবল এজেন্ট হিসেবে কাজ শুরু করেন ৮০-এর দশকের শেষের দিকে। হালের ফুটবলের রেকর্ড কয়েকটি দলবদল হয়েছে তার হাত ধরেই। পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ডের এজেন্টের দায়িত্বে ছিলেন রাইওলা। ২০১৬ সালে জুভেন্টাস থেকে দলবদলের রেকর্ড গড়ে ৮৯ মিলিয়ন পাউন্ডে পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনার মূল কারিগরও ছিলেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি। খবর রটে যায় মারা গেছেন রাইওলা। গত সপ্তাহে রাইওলা নিজেও নিশ্চিত করেছিলেন, বেঁচে আছেন তিনি। পরের সপ্তাহেই শেষ পর্যন্ত অবশ্য মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।

তার মৃত্যুর খবরে দ্বিধাদ্বন্দ্বে ছিল ইউরোপিয়ান ফুটবল। গত চার মাসে দুবার খবর রটেছিল মারা গেছেন ফুটবলের ‘সুপার এজেন্ট’ খ্যাত মিনো রাইওলা। এবার আর মিথ্যে নয়, শেষ পর্যন্ত জীবনের অবসান হয়েছে ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে পরিচিত রাইওলার।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার ইতালির একটি হাসপাতালে মারা যান ৫৪ বছর বয়সী ইতালিয়ান ফুটবল এজেন্ট। রাইওলার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলেও নিশ্চিত করা হয়েছে রাইওলার মৃত্যুর বিষয়টি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইওলার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বুকভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে মিনো রাইওলা আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন ফুটবলের সর্বকালের সেরা দায়িত্ববান ও অসাধারণ ফুটবল এজেন্ট। দর-কষাকষির টেবিলে ফুটবলারদের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন মিনো। আমরা কখনো বুঝতে পারিনি মিনো আমাদের কতটা গর্বিত করেছেন।’
ইতালিতে জন্ম নেওয়া রাইওলা ফুটবল এজেন্ট হিসেবে কাজ শুরু করেন ৮০-এর দশকের শেষের দিকে। হালের ফুটবলের রেকর্ড কয়েকটি দলবদল হয়েছে তার হাত ধরেই। পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ডের এজেন্টের দায়িত্বে ছিলেন রাইওলা। ২০১৬ সালে জুভেন্টাস থেকে দলবদলের রেকর্ড গড়ে ৮৯ মিলিয়ন পাউন্ডে পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনার মূল কারিগরও ছিলেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি। খবর রটে যায় মারা গেছেন রাইওলা। গত সপ্তাহে রাইওলা নিজেও নিশ্চিত করেছিলেন, বেঁচে আছেন তিনি। পরের সপ্তাহেই শেষ পর্যন্ত অবশ্য মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে