
বড় কোনো টুর্নামেন্ট আসলেই শুরু হয় ভবিষ্যদ্বাণী দেওয়ার পালা। আর তা যদি হয় বিশ্বকাপের মতো কোনো টুর্নামেন্ট তাহলে তো কোনো কথাই নেই। বিচার, বিশ্লেষণ ও পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন দলের নাম বলে দেন ক্রীড়া বিশ্লেষক ও সাবেক ফুটবলাররা। শুধু যে মানুষেই ভবিষ্যদ্বাণী করেন এমনটা নয়। বিশ্বকাপকে নিয়ে গণক হয়েছে অন্যান্য প্রাণীরাও।
২০১০ সালের বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী দেওয়া তেমনি এক প্রাণী হচ্ছে অক্টোপাস। চ্যাম্পিয়ন স্পেনের নাম বলে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ‘পল দ্য অক্টোপাস’। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো প্রাণীকে ভবিষ্যদ্বাণী করতে শোনো যায়নি। এরা না বললেও ইতিমধ্যে নিজেদের চ্যাম্পিয়ন দলের নাম বলে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস এনরিকে ও সার্জিও আগুয়েরোরা।
এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইউর্গেন ক্লিন্সমান। ইংল্যান্ডের পক্ষে বাজি ধরেছেন জার্মানির সাবেক এই স্ট্রাইকার। সম্প্রতি স্পোর্টস মেইলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ভিএফবি স্টুটগার্টের এই কিংবদন্তি।
এবারের বিশ্বকাপে ইংলিশদের ভালো সুযোগ দেখছেন ক্লিন্সমান। গেল বিশ্বকাপ ও ইউরোর পারফরম্যান্সের জন্যই থ্রি লায়নসদের এগিয়ে রাখছেন তিনি। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে এবারের দলটি দুর্দান্তভাবে সাজিয়েছেন গ্যারেথ সাউথগেট।
দলটি সম্পর্কে ক্লিন্সমান বলছেন, ‘দলটির স্কোয়াড খুবই শক্তিশালী। কয়েক বছর ধরে এটি প্রমাণ করে আসছে দলটি। এবার তাদের এগিয়ে যাওয়ার সময়। রাশিয়া বিশ্বকাপে তারা দুর্দান্ত খেলেছে। এরপর ইউরোতেও দলটি অবিশ্বাস্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, কোনোটাই জিততে পারেনি। এবার ইংল্যান্ডের খেলোয়াড় ও কোচের প্রত্যাশা থাকবে কাতারে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার।’
ইংল্যান্ডের সঙ্গে আরও কয়েকটি দলকে এবারের শিরোপার লড়াইয়ে রেখেছেন ক্লিন্সমান। তিনি বলেছেন, ‘জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনরাও আছে বিশ্বকাপ জেতার তালিকাতে। তবে ইংল্যান্ডের এবার মুহূর্তটাকে ধরার সময়। চাপ থাকবে তবে খুব বেশি ঘাবড়ে যাওয়ার বা চাপ নেওয়ার কিছু নেই।’
ইংল্যান্ডের ফুটবলাররা ক্লাবের হয়ে লিগে যা করেন এবার দেশের হয়ে সেটাই করার কথা জানিয়েছেন ক্লিন্সমান। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে তাদের খেলোয়াড়রা প্রমাণ করেছে। এবার তাদের সময় এসেছে দেশের হয়ে বিশ্বকাপে প্রমাণ করার। প্রতিজ্ঞা করছি, তারা যদি হাসিমুখে এটি করে তবে সফল হবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ নভেম্বর। আর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৯ নভেম্বর, ওয়েলসের বিপক্ষে।

বড় কোনো টুর্নামেন্ট আসলেই শুরু হয় ভবিষ্যদ্বাণী দেওয়ার পালা। আর তা যদি হয় বিশ্বকাপের মতো কোনো টুর্নামেন্ট তাহলে তো কোনো কথাই নেই। বিচার, বিশ্লেষণ ও পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন দলের নাম বলে দেন ক্রীড়া বিশ্লেষক ও সাবেক ফুটবলাররা। শুধু যে মানুষেই ভবিষ্যদ্বাণী করেন এমনটা নয়। বিশ্বকাপকে নিয়ে গণক হয়েছে অন্যান্য প্রাণীরাও।
২০১০ সালের বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী দেওয়া তেমনি এক প্রাণী হচ্ছে অক্টোপাস। চ্যাম্পিয়ন স্পেনের নাম বলে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ‘পল দ্য অক্টোপাস’। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো প্রাণীকে ভবিষ্যদ্বাণী করতে শোনো যায়নি। এরা না বললেও ইতিমধ্যে নিজেদের চ্যাম্পিয়ন দলের নাম বলে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস এনরিকে ও সার্জিও আগুয়েরোরা।
এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইউর্গেন ক্লিন্সমান। ইংল্যান্ডের পক্ষে বাজি ধরেছেন জার্মানির সাবেক এই স্ট্রাইকার। সম্প্রতি স্পোর্টস মেইলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ভিএফবি স্টুটগার্টের এই কিংবদন্তি।
এবারের বিশ্বকাপে ইংলিশদের ভালো সুযোগ দেখছেন ক্লিন্সমান। গেল বিশ্বকাপ ও ইউরোর পারফরম্যান্সের জন্যই থ্রি লায়নসদের এগিয়ে রাখছেন তিনি। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে এবারের দলটি দুর্দান্তভাবে সাজিয়েছেন গ্যারেথ সাউথগেট।
দলটি সম্পর্কে ক্লিন্সমান বলছেন, ‘দলটির স্কোয়াড খুবই শক্তিশালী। কয়েক বছর ধরে এটি প্রমাণ করে আসছে দলটি। এবার তাদের এগিয়ে যাওয়ার সময়। রাশিয়া বিশ্বকাপে তারা দুর্দান্ত খেলেছে। এরপর ইউরোতেও দলটি অবিশ্বাস্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, কোনোটাই জিততে পারেনি। এবার ইংল্যান্ডের খেলোয়াড় ও কোচের প্রত্যাশা থাকবে কাতারে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার।’
ইংল্যান্ডের সঙ্গে আরও কয়েকটি দলকে এবারের শিরোপার লড়াইয়ে রেখেছেন ক্লিন্সমান। তিনি বলেছেন, ‘জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনরাও আছে বিশ্বকাপ জেতার তালিকাতে। তবে ইংল্যান্ডের এবার মুহূর্তটাকে ধরার সময়। চাপ থাকবে তবে খুব বেশি ঘাবড়ে যাওয়ার বা চাপ নেওয়ার কিছু নেই।’
ইংল্যান্ডের ফুটবলাররা ক্লাবের হয়ে লিগে যা করেন এবার দেশের হয়ে সেটাই করার কথা জানিয়েছেন ক্লিন্সমান। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে তাদের খেলোয়াড়রা প্রমাণ করেছে। এবার তাদের সময় এসেছে দেশের হয়ে বিশ্বকাপে প্রমাণ করার। প্রতিজ্ঞা করছি, তারা যদি হাসিমুখে এটি করে তবে সফল হবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ নভেম্বর। আর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৯ নভেম্বর, ওয়েলসের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৭ ঘণ্টা আগে