
ম্যানচেস্টার সিটির ম্যাচ মানেই যেন গোলের বন্যা। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ—প্রতিযোগিতামূলক ফুটবল আর প্রতিপক্ষ যেমনই হোক না কেন, সিটির ম্যাচে গোল হতে থাকে নিয়মিত বিরতিতে। সেলহার্স্ট পার্কে আজ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
ম্যান সিটির বিপক্ষে আজ অবশ্য শুরুতে এগিয়ে যায় প্যালেস। তবে নামটা যেহেতু ম্যানচেস্টার সিটি আর প্রিমিয়ার লিগে নিয়মিত তারা শিরোপা জিতছে, দলটি কি আর অত সহজে হার মানবে? প্যালেসকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জমিয়ে তুলল সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সিটি এখন রয়েছে দুইয়ে। সমান ৭০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লিভারপুল। অলরেডরা খেলেছে ৩০ ম্যাচ।
ম্যাচের ৩ মিনিটে গোল করেন প্যালেস স্ট্রাইকার জন ফিলিপ মাতেতা। মাতেতাকে অ্যাসিস্ট করেন অ্যাডাম হোয়ার্টন। সমতায় ফিরতে ম্যান সিটি সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। ১৩ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে সিটি। তবে বারবার আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারছিল না। সিটির ফুটবলারদের ফিনিশিংয়ের দুর্বলতা তো ছিলই। পাশাপাশি প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন যে হয়ে ওঠেন ‘চীনের মহাপ্রাচীর’। ১৯ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে বল রিসিভ করেন আর্লিং হালান্ড। তবে প্যালেস গোলরক্ষক হেন্ডারসনকে ‘ওয়ান-টু-ওয়ান’ সুযোগ পেয়েও গোল করতে পারেননি হালান্ড। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় সিটি। ৪৭ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সিটি মিডফিল্ডার রিকো লুইস। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সিটি বারবার হানা দেয় প্যালেসের রক্ষণভাগে। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় তারা একের পর এক গোলের সুযোগ হারিয়ে। প্রথমার্ধে যে হালান্ড গোল মিস করেছেন, সেই হালান্ড গোলের দেখা পেয়েছেন ৬৬ মিনিটে। ডি ব্রুইনার কাট ব্যাক থেকে বল রিসিভ করে গোলপোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করেন হালান্ড। ৭০ মিনিটে ম্যান সিটিকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন ডি ব্রুইনা। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটা ডি ব্রুইনা করেছেন দারুণভাবে। ডি ব্রুইনা ও গ্রিলিশ প্রথমে নিজের মধ্যে পাস বিনিময় করতে থাকেন। গ্রিলিশ পাস দেন রদ্রিকে। এরপর রদ্রির থেকে পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ডি ব্রুইনা। তাতে ম্যান সিটির হয়ে ১০০ গোলের রেকর্ড গড়লেন তিনি। সিটির জার্সিতে গোলের সেঞ্চুরি করতে ডি ব্রুইনার লেগেছে ৩৭২ ম্যাচ।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ জুড়েই দাপট দেখিয়ে খেলতে থাকে ম্যান সিটি। ৭৬ শতাংশ বল দখলের পাশাপাশি সিটি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৮ শট। তবে এক হালি গোলের পর আর কোনো গোল করতে পারেনি সিটি। শেষের দিকে এসে ব্যবধান কমায় প্যালেস। ৮৬ মিনিটে জেফরি স্ক্লাপের পাস থেকে বল রিসিভ করেন ওডসোন এডোয়ার্ড। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এদোয়ার্ড। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

ম্যানচেস্টার সিটির ম্যাচ মানেই যেন গোলের বন্যা। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ—প্রতিযোগিতামূলক ফুটবল আর প্রতিপক্ষ যেমনই হোক না কেন, সিটির ম্যাচে গোল হতে থাকে নিয়মিত বিরতিতে। সেলহার্স্ট পার্কে আজ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
ম্যান সিটির বিপক্ষে আজ অবশ্য শুরুতে এগিয়ে যায় প্যালেস। তবে নামটা যেহেতু ম্যানচেস্টার সিটি আর প্রিমিয়ার লিগে নিয়মিত তারা শিরোপা জিতছে, দলটি কি আর অত সহজে হার মানবে? প্যালেসকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জমিয়ে তুলল সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সিটি এখন রয়েছে দুইয়ে। সমান ৭০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লিভারপুল। অলরেডরা খেলেছে ৩০ ম্যাচ।
ম্যাচের ৩ মিনিটে গোল করেন প্যালেস স্ট্রাইকার জন ফিলিপ মাতেতা। মাতেতাকে অ্যাসিস্ট করেন অ্যাডাম হোয়ার্টন। সমতায় ফিরতে ম্যান সিটি সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। ১৩ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে সিটি। তবে বারবার আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারছিল না। সিটির ফুটবলারদের ফিনিশিংয়ের দুর্বলতা তো ছিলই। পাশাপাশি প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন যে হয়ে ওঠেন ‘চীনের মহাপ্রাচীর’। ১৯ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে বল রিসিভ করেন আর্লিং হালান্ড। তবে প্যালেস গোলরক্ষক হেন্ডারসনকে ‘ওয়ান-টু-ওয়ান’ সুযোগ পেয়েও গোল করতে পারেননি হালান্ড। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় সিটি। ৪৭ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সিটি মিডফিল্ডার রিকো লুইস। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সিটি বারবার হানা দেয় প্যালেসের রক্ষণভাগে। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় তারা একের পর এক গোলের সুযোগ হারিয়ে। প্রথমার্ধে যে হালান্ড গোল মিস করেছেন, সেই হালান্ড গোলের দেখা পেয়েছেন ৬৬ মিনিটে। ডি ব্রুইনার কাট ব্যাক থেকে বল রিসিভ করে গোলপোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করেন হালান্ড। ৭০ মিনিটে ম্যান সিটিকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন ডি ব্রুইনা। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটা ডি ব্রুইনা করেছেন দারুণভাবে। ডি ব্রুইনা ও গ্রিলিশ প্রথমে নিজের মধ্যে পাস বিনিময় করতে থাকেন। গ্রিলিশ পাস দেন রদ্রিকে। এরপর রদ্রির থেকে পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ডি ব্রুইনা। তাতে ম্যান সিটির হয়ে ১০০ গোলের রেকর্ড গড়লেন তিনি। সিটির জার্সিতে গোলের সেঞ্চুরি করতে ডি ব্রুইনার লেগেছে ৩৭২ ম্যাচ।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ জুড়েই দাপট দেখিয়ে খেলতে থাকে ম্যান সিটি। ৭৬ শতাংশ বল দখলের পাশাপাশি সিটি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৮ শট। তবে এক হালি গোলের পর আর কোনো গোল করতে পারেনি সিটি। শেষের দিকে এসে ব্যবধান কমায় প্যালেস। ৮৬ মিনিটে জেফরি স্ক্লাপের পাস থেকে বল রিসিভ করেন ওডসোন এডোয়ার্ড। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এদোয়ার্ড। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩০ মিনিট আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৪৪ মিনিট আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগে