
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে নতুন মৌসুমে এরই মধ্যে খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। তবু এমবাপ্পেকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। ফরাসি এই ফরোয়ার্ড যে চুক্তি নবায়ন করেননি।
এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। অন্যদিকে আজই গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়। এমবাপ্পের সঙ্গে এরই মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। চুক্তি বাড়াবেন কি না, তা এমবাপ্পের ওপর ছেড়ে দিয়েছেন খেলাইফি। পিএসজি সভাপতি গতকাল বলেছেন, ‘আমাদের আরও ২৪ ঘণ্টা রয়েছে। কিলিয়ান পিএসজির খেলোয়াড়। তার সঙ্গে আমাদের ভালোই আলাপ-আলোচনা হয়েছে। সে খুবই দারুণ খেলোয়াড়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা বলেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আর চুক্তি বাড়ানোর ব্যাপার? আমি তা নিয়ে কথা বলতে চাই না।’
এমবাপ্পে পিএসজিতে থাকছেন কি থাকছেন না, তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে কয়েক মাস আগে। জুন মাসে কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন—এ কথা চিঠিতে উল্লেখ করেছেন এমবাপ্পে। ফ্রি এজেন্ট হলে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নামও শোনা যাচ্ছিল। তবে কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কথায় বোঝা যায় যে এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কয়েক মাস আগে বলেছেন, ‘এমবাপ্পে আসবে, তবে এ বছরে নয়।’
২০১৮ থেকে পিএসজিতে খেলছেন এমবাপ্পে। ২৬২ ম্যাচ খেলে করেছেন ২১৫ গোল এবং ৯৮ গোলে অ্যাসিস্ট করেছেন। প্যারিসিয়ানদের জার্সিতে পাঁচটি লিগ ওয়ান, তিনটি ফ্রেঞ্চ কাপ জিতেছেন। তবে কখনোই চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে নতুন মৌসুমে এরই মধ্যে খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। তবু এমবাপ্পেকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। ফরাসি এই ফরোয়ার্ড যে চুক্তি নবায়ন করেননি।
এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। অন্যদিকে আজই গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়। এমবাপ্পের সঙ্গে এরই মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। চুক্তি বাড়াবেন কি না, তা এমবাপ্পের ওপর ছেড়ে দিয়েছেন খেলাইফি। পিএসজি সভাপতি গতকাল বলেছেন, ‘আমাদের আরও ২৪ ঘণ্টা রয়েছে। কিলিয়ান পিএসজির খেলোয়াড়। তার সঙ্গে আমাদের ভালোই আলাপ-আলোচনা হয়েছে। সে খুবই দারুণ খেলোয়াড়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা বলেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আর চুক্তি বাড়ানোর ব্যাপার? আমি তা নিয়ে কথা বলতে চাই না।’
এমবাপ্পে পিএসজিতে থাকছেন কি থাকছেন না, তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে কয়েক মাস আগে। জুন মাসে কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন—এ কথা চিঠিতে উল্লেখ করেছেন এমবাপ্পে। ফ্রি এজেন্ট হলে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নামও শোনা যাচ্ছিল। তবে কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কথায় বোঝা যায় যে এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কয়েক মাস আগে বলেছেন, ‘এমবাপ্পে আসবে, তবে এ বছরে নয়।’
২০১৮ থেকে পিএসজিতে খেলছেন এমবাপ্পে। ২৬২ ম্যাচ খেলে করেছেন ২১৫ গোল এবং ৯৮ গোলে অ্যাসিস্ট করেছেন। প্যারিসিয়ানদের জার্সিতে পাঁচটি লিগ ওয়ান, তিনটি ফ্রেঞ্চ কাপ জিতেছেন। তবে কখনোই চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে