Ajker Patrika

বাজে হারের পরও মেসিদের নিয়ে গর্বিত আর্জেন্টাইন কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ জুন ২০২৫, ১০: ০৪
বাজে হারের পরও মেসিদের নিয়ে গর্বিত আর্জেন্টাইন কোচ
পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পরও চিন্তিত নন হাভিয়ের মাশচেরানো। ছবি: এএফপি

ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে গত রাতে চোখ ছিল অনেকেরই। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লিওনেল মেসির ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে পিএসজি। যদিও বাজে হারের পর সেটা নিয়ে বিব্রত নন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচটা ছিল ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে ৬ মিনিটেই হোয়াও নেভেসের গোলে শুরু পিএসজির গোলবন্যা। এরপর পাল্টা গোল করা তো দূরে থাক, মায়ামি নিজেদের পায়েই বল রাখতে পারছিল না। মেসিদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে চার গোল করে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে প্যারিসিয়ানরা।

বাজে হারের পরও ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির পারফরম্যান্স নিয়ে গর্বিত মাশচেরানো। ম্যাচ শেষে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘প্রথমার্ধে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে গতি একটু কমে গিয়েছিল। এমএলএসে আমরা কী করি, সেটাই দেখিয়েছি। আমার দল যা করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। সামনে এগোতে চাই। ভবিষ্যতের ওপর ফোকাস রাখতে চাই। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

এবারের ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি জিতেছে ও একটি হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। যার মধ্যে গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে কনক্যাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারানোর কীর্তি গড়ে মায়ামি। সেই মায়ামির প্রথম হারটাই কি না হলো নকআউট পর্বে। তা-ও এত বাজেভাবে।

মাশচেরানোর মতে প্রথমে গোল হজম করেই বিপাকে পড়ে যায় মায়ামি। সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি। আমাদের ওপর যে প্রত্যাশার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমরা সেটা পূরণ করতে পারে। দুর্ভাগ্যবশত, তারা আগে গোল করে ফেলেছে। গোল হওয়ার পরই কাজটা সহজ হয়ে গিয়েছে।’

পিএসজির চার গোলের মধ্যে দুটি গোল করেন নেভেস। নিজের দ্বিতীয় গোল তিনি করেন ৩৯ মিনিটে। প্যারিসিয়ানরা ৪৪ মিনিটে গোল উপহার পায় ইন্টার মায়ামির থেকে। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। পিএসজির চতুর্থ গোল ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে করেন আশরাফ হাকিমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত