ক্রীড়া ডেস্ক

ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে গত রাতে চোখ ছিল অনেকেরই। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লিওনেল মেসির ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে পিএসজি। যদিও বাজে হারের পর সেটা নিয়ে বিব্রত নন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচটা ছিল ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে ৬ মিনিটেই হোয়াও নেভেসের গোলে শুরু পিএসজির গোলবন্যা। এরপর পাল্টা গোল করা তো দূরে থাক, মায়ামি নিজেদের পায়েই বল রাখতে পারছিল না। মেসিদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে চার গোল করে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে প্যারিসিয়ানরা।
বাজে হারের পরও ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির পারফরম্যান্স নিয়ে গর্বিত মাশচেরানো। ম্যাচ শেষে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘প্রথমার্ধে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে গতি একটু কমে গিয়েছিল। এমএলএসে আমরা কী করি, সেটাই দেখিয়েছি। আমার দল যা করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। সামনে এগোতে চাই। ভবিষ্যতের ওপর ফোকাস রাখতে চাই। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
এবারের ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি জিতেছে ও একটি হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। যার মধ্যে গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে কনক্যাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারানোর কীর্তি গড়ে মায়ামি। সেই মায়ামির প্রথম হারটাই কি না হলো নকআউট পর্বে। তা-ও এত বাজেভাবে।
মাশচেরানোর মতে প্রথমে গোল হজম করেই বিপাকে পড়ে যায় মায়ামি। সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি। আমাদের ওপর যে প্রত্যাশার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমরা সেটা পূরণ করতে পারে। দুর্ভাগ্যবশত, তারা আগে গোল করে ফেলেছে। গোল হওয়ার পরই কাজটা সহজ হয়ে গিয়েছে।’
পিএসজির চার গোলের মধ্যে দুটি গোল করেন নেভেস। নিজের দ্বিতীয় গোল তিনি করেন ৩৯ মিনিটে। প্যারিসিয়ানরা ৪৪ মিনিটে গোল উপহার পায় ইন্টার মায়ামির থেকে। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। পিএসজির চতুর্থ গোল ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে করেন আশরাফ হাকিমি।

ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে গত রাতে চোখ ছিল অনেকেরই। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লিওনেল মেসির ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে পিএসজি। যদিও বাজে হারের পর সেটা নিয়ে বিব্রত নন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচটা ছিল ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে ৬ মিনিটেই হোয়াও নেভেসের গোলে শুরু পিএসজির গোলবন্যা। এরপর পাল্টা গোল করা তো দূরে থাক, মায়ামি নিজেদের পায়েই বল রাখতে পারছিল না। মেসিদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে চার গোল করে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে প্যারিসিয়ানরা।
বাজে হারের পরও ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির পারফরম্যান্স নিয়ে গর্বিত মাশচেরানো। ম্যাচ শেষে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘প্রথমার্ধে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে গতি একটু কমে গিয়েছিল। এমএলএসে আমরা কী করি, সেটাই দেখিয়েছি। আমার দল যা করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। সামনে এগোতে চাই। ভবিষ্যতের ওপর ফোকাস রাখতে চাই। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
এবারের ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি জিতেছে ও একটি হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। যার মধ্যে গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে কনক্যাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারানোর কীর্তি গড়ে মায়ামি। সেই মায়ামির প্রথম হারটাই কি না হলো নকআউট পর্বে। তা-ও এত বাজেভাবে।
মাশচেরানোর মতে প্রথমে গোল হজম করেই বিপাকে পড়ে যায় মায়ামি। সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি। আমাদের ওপর যে প্রত্যাশার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমরা সেটা পূরণ করতে পারে। দুর্ভাগ্যবশত, তারা আগে গোল করে ফেলেছে। গোল হওয়ার পরই কাজটা সহজ হয়ে গিয়েছে।’
পিএসজির চার গোলের মধ্যে দুটি গোল করেন নেভেস। নিজের দ্বিতীয় গোল তিনি করেন ৩৯ মিনিটে। প্যারিসিয়ানরা ৪৪ মিনিটে গোল উপহার পায় ইন্টার মায়ামির থেকে। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। পিএসজির চতুর্থ গোল ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে করেন আশরাফ হাকিমি।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
১ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
১ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে