ক্রীড়া ডেস্ক

গোলবন্যার প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। কোপা দেল রের ফাইনালে উঠতে দুটি দলের সামনেই গতকাল ছিল সহজ সমীকরণ। বার্সা সেই সমীকরণ মিলিয়ে কেটেছে ফাইনালের টিকিট। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে এখনই বেশি চিন্তা করছে না কাতালানরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে পরশু রাতে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ ড্র করে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। পরের রাতেই (গতকাল) তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলেছে বার্সেলোনার বিপক্ষে। ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আতলেতিকোর। দুই লেগ মিলে ৫-৪ গোলে এগিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
কোপা দেল রের ফাইনাল নিয়ে এখনই অবশ্য অতটা চিন্তিত নন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। আতলেতিকোকে গত রাতে হারানোর পর সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি বর্তমানে বাঁচি। অতীত বা ভবিষ্যতে নয়। সে কারণে ফাইনাল নিয়ে অতটা চিন্তিত নই। যদি আপনি ফাইনালের কথা জিজ্ঞেস করেন, আমি বলব আমাদের পরের ম্যাচ বেতিসের বিপক্ষে।’
২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালের আগেই বার্সেলোনা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। রিয়ালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বার্সার খেলতে হবে ৬ ম্যাচ। ৫ এপ্রিল রাতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। বার্সাকে খেলতে হবে ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। আতলেতিকো মাদ্রিদকে গত রাতে হারানোর পর ফ্লিক সেই ব্যস্ত সূচির কথা উল্লেখ করেছেন। বার্সা কোচ বলেন, ‘একটা ক্লাসিকো ম্যাচ ঠিক আছে। কিন্তু এর আগে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। আমার মতে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের চেয়ে এটা (রিয়ালের বিপক্ষে ফাইনাল) অনেক পেছনে পড়ে আছে। এখন আমার কাছে এটা এত গুরুত্বপূর্ণ না।’
ফাইনাল ম্যাচ দেরিতে হলেও শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘স্বপ্ন দেখা ভালো। আমরা কঠোর পরিশ্রম করছি এবং সেদিকেই মনোযোগ দিচ্ছি। শিরোপা জেতা আমাদের জন্য অনেক বড় স্বপ্ন। সুপারকোপা আমরা জিতেছি। তবে ক্লাবে অনেক শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।’
এ বছরের ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। ২০২৪-২৫ মৌসুমের লা লিগাতেও দুই দলের মধ্যে চলছে শেয়ানে শেয়ানে টক্কর। দুটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৯টি করে ম্যাচ। ৬৬ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের লা লিগায় শীর্ষে বার্সা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা সেমিফাইনালের দ্বিতীয় লেগে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। ২৭ মিনিটে বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস গোল করেন লামিনে ইয়ামালের অ্যাসিস্টে। আতলেতিকোর মাঠে বার্সেলোনা খেলেছে দাপট দেখিয়ে। ৫৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করেছে ৫ শট। তবে বার্সার লক্ষ্য বরাবর আতলেতিকো কোনো শট নিতে পারেনি।

গোলবন্যার প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। কোপা দেল রের ফাইনালে উঠতে দুটি দলের সামনেই গতকাল ছিল সহজ সমীকরণ। বার্সা সেই সমীকরণ মিলিয়ে কেটেছে ফাইনালের টিকিট। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে এখনই বেশি চিন্তা করছে না কাতালানরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে পরশু রাতে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ ড্র করে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। পরের রাতেই (গতকাল) তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলেছে বার্সেলোনার বিপক্ষে। ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আতলেতিকোর। দুই লেগ মিলে ৫-৪ গোলে এগিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
কোপা দেল রের ফাইনাল নিয়ে এখনই অবশ্য অতটা চিন্তিত নন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। আতলেতিকোকে গত রাতে হারানোর পর সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি বর্তমানে বাঁচি। অতীত বা ভবিষ্যতে নয়। সে কারণে ফাইনাল নিয়ে অতটা চিন্তিত নই। যদি আপনি ফাইনালের কথা জিজ্ঞেস করেন, আমি বলব আমাদের পরের ম্যাচ বেতিসের বিপক্ষে।’
২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালের আগেই বার্সেলোনা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। রিয়ালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বার্সার খেলতে হবে ৬ ম্যাচ। ৫ এপ্রিল রাতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। বার্সাকে খেলতে হবে ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। আতলেতিকো মাদ্রিদকে গত রাতে হারানোর পর ফ্লিক সেই ব্যস্ত সূচির কথা উল্লেখ করেছেন। বার্সা কোচ বলেন, ‘একটা ক্লাসিকো ম্যাচ ঠিক আছে। কিন্তু এর আগে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। আমার মতে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের চেয়ে এটা (রিয়ালের বিপক্ষে ফাইনাল) অনেক পেছনে পড়ে আছে। এখন আমার কাছে এটা এত গুরুত্বপূর্ণ না।’
ফাইনাল ম্যাচ দেরিতে হলেও শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘স্বপ্ন দেখা ভালো। আমরা কঠোর পরিশ্রম করছি এবং সেদিকেই মনোযোগ দিচ্ছি। শিরোপা জেতা আমাদের জন্য অনেক বড় স্বপ্ন। সুপারকোপা আমরা জিতেছি। তবে ক্লাবে অনেক শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।’
এ বছরের ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। ২০২৪-২৫ মৌসুমের লা লিগাতেও দুই দলের মধ্যে চলছে শেয়ানে শেয়ানে টক্কর। দুটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৯টি করে ম্যাচ। ৬৬ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের লা লিগায় শীর্ষে বার্সা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা সেমিফাইনালের দ্বিতীয় লেগে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। ২৭ মিনিটে বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস গোল করেন লামিনে ইয়ামালের অ্যাসিস্টে। আতলেতিকোর মাঠে বার্সেলোনা খেলেছে দাপট দেখিয়ে। ৫৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করেছে ৫ শট। তবে বার্সার লক্ষ্য বরাবর আতলেতিকো কোনো শট নিতে পারেনি।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৬ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে