
রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা।
চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।
দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’
শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’
চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’

রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা।
চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।
দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’
শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’
চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে