
বুন্দেসলিগায় ২০২৩-২৪ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসই গড়েছিল বায়ার লেভারকুসেন। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা দলটি গত মৌসুমে খেলেছিল ইউরোপা লিগের ফাইনালে। কিন্তু শিরোপার লড়াইয়ের মঞ্চে উড়তে থাকা দলটিকে মাটিতে নামিয়েছিল সিরি-আ ক্লাব আটালান্টা। আদেমোলা লুকমানের হ্যাটট্রিকে ৩-০ গোলে লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছিল তারা। লুকমানের নামটাও তখন থেকে পাদপ্রদীপের আলোয়।
১৯৬৩ সালের পর আটালান্টা জিতেছে ইউরোপের বড় কোনো শিরোপা। দলকে সাফল্য এনে দিতে গত মৌসুম থেকে লুকমান যেন নিজেকে চিনেছেন নতুন করে! সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ২৭টি গোলের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। এর মধ্যে লুকমান করেছেন ১৭ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০ গোল। মৌসুমজুড়ে আলো ছড়িয়ে আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আটালান্টা ফরওয়ার্ড আদেমোলা লুকমান।
মঙ্গলবার লুকমানের নাম ঘোষণা করেছে সিএএফ। সেরার লড়াইয়ে প্রথমবারের মতো এই খেতাব জিততে নাইজেরিয়ান সেনসেশন হারিয়েছেন আইভরি কোস্টের সিমন অ্যান্ডিগ্রা, গিনির সেরহু গুইরাসি ও মরক্কোর আশরাফ হাকিমিকে। সংক্ষিপ্ত হওয়ার আগে এই তালিকায় ছিলেন মিশরের মোহাম্মদ সালাহও। নাইজেরিয়ার সপ্তম ফুটবলার হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের খেতাব পেলেন লুকমান।
লুকমান ফুটবলটা শুরু করেছেন ইংল্যান্ডে। দলটির হয়ে অনূর্ধ্ব-১৯,২০ ও ২১ দলেও খেলেছেন। ১৯৯৭ সালের ২ অক্টোবর দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থে জন্মগ্রহণ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। কিন্তু জাতীয় দল হিসেবে নিজ জন্মভূমি নয়, বেছে নিয়েছেন পিতা-মাতার জন্মস্থান নাইজেরিয়াকে। ক্লাব ফুটবলের গত মৌসুমের সময়ে জাতীয় দলের হয়েও উজ্জ্বল ছিলেন লুকমান। এর মধ্যে করেছেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট।
লুকমানের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা। এই মৌসুমে সিরি-আ’তেও উড়ছে আটালান্টা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। দারুণ ছন্দে রয়েছেন লুকমানও। এ পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১৯ ম্যাচে করেছেন ১১ গোল এবং সহায়তা করেছেন আরও ৫ গোলে।
ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের তালিকায়ও জায়গা পেয়েছিলেন লুকমান। যদিও ১৪ তম হয়েছেন লুকমান। নাইজেরিয়ার ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের লিস্টে জায়গা করেছিলেন ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।
গত বছর আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ভিক্টর অসিমহেন। তিনিও নাইজেরিয়ান। এদিকে মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন ওরলান্ডো প্রাইড স্ট্রাইকার বারব্রা বান্ডা। জাম্বিয়ান প্রথম নারী হিসেবে আফ্রিকার বর্ষসেরার খেতাব পেয়েছেন তিনি। বান্ডা হারিয়েছেন মরক্কোর সানা এমসুডি ও নাইজেরিয়ার চিয়ামাকা নাদোজিকে।

বুন্দেসলিগায় ২০২৩-২৪ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসই গড়েছিল বায়ার লেভারকুসেন। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা দলটি গত মৌসুমে খেলেছিল ইউরোপা লিগের ফাইনালে। কিন্তু শিরোপার লড়াইয়ের মঞ্চে উড়তে থাকা দলটিকে মাটিতে নামিয়েছিল সিরি-আ ক্লাব আটালান্টা। আদেমোলা লুকমানের হ্যাটট্রিকে ৩-০ গোলে লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছিল তারা। লুকমানের নামটাও তখন থেকে পাদপ্রদীপের আলোয়।
১৯৬৩ সালের পর আটালান্টা জিতেছে ইউরোপের বড় কোনো শিরোপা। দলকে সাফল্য এনে দিতে গত মৌসুম থেকে লুকমান যেন নিজেকে চিনেছেন নতুন করে! সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ২৭টি গোলের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। এর মধ্যে লুকমান করেছেন ১৭ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০ গোল। মৌসুমজুড়ে আলো ছড়িয়ে আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আটালান্টা ফরওয়ার্ড আদেমোলা লুকমান।
মঙ্গলবার লুকমানের নাম ঘোষণা করেছে সিএএফ। সেরার লড়াইয়ে প্রথমবারের মতো এই খেতাব জিততে নাইজেরিয়ান সেনসেশন হারিয়েছেন আইভরি কোস্টের সিমন অ্যান্ডিগ্রা, গিনির সেরহু গুইরাসি ও মরক্কোর আশরাফ হাকিমিকে। সংক্ষিপ্ত হওয়ার আগে এই তালিকায় ছিলেন মিশরের মোহাম্মদ সালাহও। নাইজেরিয়ার সপ্তম ফুটবলার হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের খেতাব পেলেন লুকমান।
লুকমান ফুটবলটা শুরু করেছেন ইংল্যান্ডে। দলটির হয়ে অনূর্ধ্ব-১৯,২০ ও ২১ দলেও খেলেছেন। ১৯৯৭ সালের ২ অক্টোবর দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থে জন্মগ্রহণ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। কিন্তু জাতীয় দল হিসেবে নিজ জন্মভূমি নয়, বেছে নিয়েছেন পিতা-মাতার জন্মস্থান নাইজেরিয়াকে। ক্লাব ফুটবলের গত মৌসুমের সময়ে জাতীয় দলের হয়েও উজ্জ্বল ছিলেন লুকমান। এর মধ্যে করেছেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট।
লুকমানের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা। এই মৌসুমে সিরি-আ’তেও উড়ছে আটালান্টা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। দারুণ ছন্দে রয়েছেন লুকমানও। এ পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১৯ ম্যাচে করেছেন ১১ গোল এবং সহায়তা করেছেন আরও ৫ গোলে।
ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের তালিকায়ও জায়গা পেয়েছিলেন লুকমান। যদিও ১৪ তম হয়েছেন লুকমান। নাইজেরিয়ার ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের লিস্টে জায়গা করেছিলেন ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।
গত বছর আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ভিক্টর অসিমহেন। তিনিও নাইজেরিয়ান। এদিকে মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন ওরলান্ডো প্রাইড স্ট্রাইকার বারব্রা বান্ডা। জাম্বিয়ান প্রথম নারী হিসেবে আফ্রিকার বর্ষসেরার খেতাব পেয়েছেন তিনি। বান্ডা হারিয়েছেন মরক্কোর সানা এমসুডি ও নাইজেরিয়ার চিয়ামাকা নাদোজিকে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে