ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—যে ম্যাচই হোক লিওনেল মেসি খেললে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্যালারিতে তাঁর (মেসি) নামাঙ্কিত জার্সি পরে ভক্তরা উপভোগ করেন খেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাই সজাগ থাকতে হয় দেহরক্ষী ইয়াসিন চুকো।
মেসির নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন যে চুকো, এবার সেই দেহরক্ষী পেলেন নিষেধাজ্ঞা। ইন্টার মায়ামির ম্যাচের সময় সাইডলাইনে থাকতে পারবেন না চুকো। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’সহ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেছে মেসির দেহরক্ষীর নিষেধাজ্ঞার খবর। মাঠে মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই দেহরক্ষী মাঠে ঢুকে পড়াটাই তাঁর নিষিদ্ধ হওয়ার কারণ বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও দেহরক্ষীর নিষেধাজ্ঞা বহাল থাকছে।
নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এমএলএস কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন চুকো। মেসির দেহরক্ষী বলেন,‘ইউরোপে সাত বছর কাজ করেছি। লিগ আঁ ও চ্যাম্পিয়নস লিগেও ছিলাম। তখন মাত্র ৬ জন ব্যক্তি মাঠে ঢুকে পড়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে কাজ করছি ২০ মাস ধরে। এরই মধ্যে ১৬ জন মাঠে এসেছেন। এখানে যে বিরাট সমস্যা আছে, সেটা তো স্পষ্ট। আমি কিন্তু সমস্যা না। আমি যাতে মেসিকে সাহায্য করতে পারি, সেই ব্যবস্থা করুন।’ তবে ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির সঙ্গে থাকতে পারবেন চুকো।
যুক্তরাষ্ট্রে মেসির নিরাপত্তা নিয়ে চুকো যা বলেছেন, সেটা উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, ইন্টার মায়ামিতে খেলার পরই মেসিকে দেখতে নিরাপত্তাবেষ্টনী টপকে ভক্তরা ঢুকে পড়েন। দেহরক্ষী ইয়াসি পৌঁছানোর আগে মেসির সঙ্গে আলিঙ্গন করেন ভক্তরা। আবার ভক্তদের অনেকে সেলফিও তোলেন। ভক্তদের দাবি অবশ্য মেসি হাসিমুখে মেনে নেন।
১৭ মার্চ আটলান্টার বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএসে) খেলার সময় বাঁ ঊরুতে চোট পান মেসি। পাশাপাশি ছিল পেশির চোটও। সেই চোটের ধাক্কা সামলে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ। চেজ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ইন্টার মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ৫৫ মিনিটে মাঠে নামান মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। নামার পর ২ মিনিটে (৫৭ মিনিটে) গোল করেন মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি।

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—যে ম্যাচই হোক লিওনেল মেসি খেললে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্যালারিতে তাঁর (মেসি) নামাঙ্কিত জার্সি পরে ভক্তরা উপভোগ করেন খেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাই সজাগ থাকতে হয় দেহরক্ষী ইয়াসিন চুকো।
মেসির নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন যে চুকো, এবার সেই দেহরক্ষী পেলেন নিষেধাজ্ঞা। ইন্টার মায়ামির ম্যাচের সময় সাইডলাইনে থাকতে পারবেন না চুকো। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’সহ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেছে মেসির দেহরক্ষীর নিষেধাজ্ঞার খবর। মাঠে মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই দেহরক্ষী মাঠে ঢুকে পড়াটাই তাঁর নিষিদ্ধ হওয়ার কারণ বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও দেহরক্ষীর নিষেধাজ্ঞা বহাল থাকছে।
নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এমএলএস কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন চুকো। মেসির দেহরক্ষী বলেন,‘ইউরোপে সাত বছর কাজ করেছি। লিগ আঁ ও চ্যাম্পিয়নস লিগেও ছিলাম। তখন মাত্র ৬ জন ব্যক্তি মাঠে ঢুকে পড়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে কাজ করছি ২০ মাস ধরে। এরই মধ্যে ১৬ জন মাঠে এসেছেন। এখানে যে বিরাট সমস্যা আছে, সেটা তো স্পষ্ট। আমি কিন্তু সমস্যা না। আমি যাতে মেসিকে সাহায্য করতে পারি, সেই ব্যবস্থা করুন।’ তবে ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির সঙ্গে থাকতে পারবেন চুকো।
যুক্তরাষ্ট্রে মেসির নিরাপত্তা নিয়ে চুকো যা বলেছেন, সেটা উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, ইন্টার মায়ামিতে খেলার পরই মেসিকে দেখতে নিরাপত্তাবেষ্টনী টপকে ভক্তরা ঢুকে পড়েন। দেহরক্ষী ইয়াসি পৌঁছানোর আগে মেসির সঙ্গে আলিঙ্গন করেন ভক্তরা। আবার ভক্তদের অনেকে সেলফিও তোলেন। ভক্তদের দাবি অবশ্য মেসি হাসিমুখে মেনে নেন।
১৭ মার্চ আটলান্টার বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএসে) খেলার সময় বাঁ ঊরুতে চোট পান মেসি। পাশাপাশি ছিল পেশির চোটও। সেই চোটের ধাক্কা সামলে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ। চেজ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ইন্টার মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ৫৫ মিনিটে মাঠে নামান মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। নামার পর ২ মিনিটে (৫৭ মিনিটে) গোল করেন মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে