
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা অনেক আগেই জানিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর এজেন্ট হোর্হে মেন্দেসও নতুন ক্লাবের সন্ধানে নেমেছেন।
বেশ কিছু ক্লাব রোনালদোকে পেতে আগ্রহ দেখিয়েছে। চেলসির নতুন মালিক টড বোহলি মেন্দেসের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছেন। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবন ও হোসে মরিনহোর এএস রোমাও পর্তুগিজ মহাতারকাকে পেতে চাইছে।
সেই তালিকায় এবার যোগ দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ফরাসি চ্যাম্পিয়নরা রোনালদোকে আনতে পারলে ক্লাবটিতে বসবে তারার মেলা। সতীর্থ হবেন সময়ের সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও রোনালদো।
কিন্তু এক যুগেরও বেশি সময় হলো দুজনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বলছে, তা বোধ হয় আর নিভবে না। নিভতে দেবেন না খোদ মেসি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রোনালদো পিএসজিতে যোগ দিলে তাঁর সঙ্গে খেলবেন না মেসি। প্রয়োজনে ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত বছরও পিএসজির সুযোগ ছিল রোনালদোকে নেওয়ার। মেসিকে আনায় তখন সে সুযোগ হাতছাড়া হয়। এবার ক্লাবটির ভালো সুযোগ আছে দুই ফুটবল নক্ষত্রকে একত্রিত করার। কিন্তু সে সম্ভাবনায় মেসি আগেভাগেই জল ঢেলে দিলেন।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে ২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। কাতারি তেলের টাকা আশীর্বাদপুষ্ট ক্লাবটির লক্ষ্য ছিল নেইমারকে দিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। তাদের সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। সে কারণে এবারে দলবদলের বাজারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করতে চাচ্ছে প্যারিসিয়ানরা। তাঁর জায়গায় আনতে চাচ্ছে চ্যাম্পিয়ন লিগ ভুবনের ‘মহারাজা’ রোনালদোকে।
কিন্তু মেসি ‘হুমকি’ দেওয়ার পর পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি রোনালদোর দিকে হাত বাড়ানোর ব্যাপারে নিশ্চয়ই ভেবে দেখবেন। কারণ, অভিষেক মৌসুমে মেসি মাঠের খেলা দিয়ে মন ভরাতে না পারলেও ক্লাবের ব্যবসা হয়েছে রমরমা। শুধু মেসির জার্সি বিক্রি করেই কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছে পিএসজি। ক্লাবের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে বেশ।
পিএসজি কর্তৃপক্ষ কোন পথে হাঁটবে, সেই সিদ্ধান্ত আপাতত সময়ের হাতেই তুলে দিতে হচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা অনেক আগেই জানিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর এজেন্ট হোর্হে মেন্দেসও নতুন ক্লাবের সন্ধানে নেমেছেন।
বেশ কিছু ক্লাব রোনালদোকে পেতে আগ্রহ দেখিয়েছে। চেলসির নতুন মালিক টড বোহলি মেন্দেসের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছেন। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবন ও হোসে মরিনহোর এএস রোমাও পর্তুগিজ মহাতারকাকে পেতে চাইছে।
সেই তালিকায় এবার যোগ দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ফরাসি চ্যাম্পিয়নরা রোনালদোকে আনতে পারলে ক্লাবটিতে বসবে তারার মেলা। সতীর্থ হবেন সময়ের সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও রোনালদো।
কিন্তু এক যুগেরও বেশি সময় হলো দুজনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বলছে, তা বোধ হয় আর নিভবে না। নিভতে দেবেন না খোদ মেসি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রোনালদো পিএসজিতে যোগ দিলে তাঁর সঙ্গে খেলবেন না মেসি। প্রয়োজনে ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত বছরও পিএসজির সুযোগ ছিল রোনালদোকে নেওয়ার। মেসিকে আনায় তখন সে সুযোগ হাতছাড়া হয়। এবার ক্লাবটির ভালো সুযোগ আছে দুই ফুটবল নক্ষত্রকে একত্রিত করার। কিন্তু সে সম্ভাবনায় মেসি আগেভাগেই জল ঢেলে দিলেন।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে ২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। কাতারি তেলের টাকা আশীর্বাদপুষ্ট ক্লাবটির লক্ষ্য ছিল নেইমারকে দিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। তাদের সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। সে কারণে এবারে দলবদলের বাজারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করতে চাচ্ছে প্যারিসিয়ানরা। তাঁর জায়গায় আনতে চাচ্ছে চ্যাম্পিয়ন লিগ ভুবনের ‘মহারাজা’ রোনালদোকে।
কিন্তু মেসি ‘হুমকি’ দেওয়ার পর পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি রোনালদোর দিকে হাত বাড়ানোর ব্যাপারে নিশ্চয়ই ভেবে দেখবেন। কারণ, অভিষেক মৌসুমে মেসি মাঠের খেলা দিয়ে মন ভরাতে না পারলেও ক্লাবের ব্যবসা হয়েছে রমরমা। শুধু মেসির জার্সি বিক্রি করেই কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছে পিএসজি। ক্লাবের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে বেশ।
পিএসজি কর্তৃপক্ষ কোন পথে হাঁটবে, সেই সিদ্ধান্ত আপাতত সময়ের হাতেই তুলে দিতে হচ্ছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৪ ঘণ্টা আগে