Ajker Patrika

অভিষেকেই বার্সাকে সবার ওপরে তুললেন ওলমো

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২: ০৩
অভিষেকেই বার্সাকে সবার ওপরে তুললেন ওলমো

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর বার্সেলোনায় ভিড়লেন দানি ওলমো। কতটা দারুণ সময় পার করছেন সেটি অবশ্য বলার অপেক্ষা রাখে না। এবার অভিষেক ম্যাচে দুর্দান্ত গোলে বার্সার জয়ও নিশ্চিত করলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। 

রায়ো ভায়েকানোর মাঠে প্রথমার্ধের শুরুতে গোল হজম করে বার্সেলোনা। উনাই লোপেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন আরেক স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল শেষ দিকে পার্থক্য গড়ে দেন বদলি নামা ওলমো। 

রায়ো ভায়েকানো ২-১ গোলে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল হান্সি ফ্লিকের দল। ২০১৮ সালের পর এই প্রথম ভায়েকানোর মাঠে লা লিগার ম্যাচ জিততে পারল কাতালান দলটি। 

বল দখলে এগিয়ে ছিল কাতালানরা। আক্রমণও করেছে প্রচুর। তবে লক্ষ্য শট নিতে পেরেছে ৫টি। ভায়াকানোও কম যায়নি। তারাও ৪টি শট নিয়েছে লক্ষ্যে। শুরুতে কয়েকবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় স্বাগতিকেরা। সে ধারাবাহিকতায় ম্যাচের মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে জালে বল জড়ান লোপেস। 

বার্সেলোনা লক্ষ্যে প্রথম শট নেয় ১৯তম মিনিটে। তারপর আরও কয়েকটি চেষ্টা চালায় তারা, তবে প্রথমার্ধে সফল হয়নি। দ্বিতীয়ার্ধে ফেরান তরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণেও ধার বাড়ে। ৬০ তম মিনিট স্বস্তি ফেরে বার্সার। বক্সে রাফিনিয়ার পাস পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন পেদ্রি। 

বার্সার জয়সূচক গোলটি আসে ৮২তম মিনিটে। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। তার দুই পাশে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। এর মাঝ দিয়েই বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা। 

লাইপজিগ থেকে বার্সেলোনায় এসে লা লিগায় নিবন্ধন না হওয়ায় প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ওলমো। দলকে জিতিয়ে এবার অভিষেকই রাঙালেন। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনার। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত