Ajker Patrika

অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস

অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস

ঢাকা: চ্যাম্পিয়নস লিগ শিরোপা যেন রিয়াল মাদ্রিদের নামে খোদাই করা! মাঝে মাঝে তারা শুধু অন্যদের জিততে দেয়। এখন পর্যন্ত ১৩বার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তুলেছে তারা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা দুই দলের সম্মিলিত শিরোপা রিয়ালের চেয়ে কম। শিরোপা–জয়ের এই অভিজ্ঞতার সঙ্গে রিয়ালের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভরপুর।

আলফ্রেডো ডি স্টেফানোতে সেমিফাইনালের আজ প্রথম লেগে রিয়ালের এই আধিপত্য মাথায় রেখেই আতিথ্য নিতে হবে চেলসিকে। অভিজ্ঞতায় রিয়ালের চেয়ে পিছিয়ে থাকলেও ব্লুজ শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। বিশেষত টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর থেকে অন্য এক চেলসির দেখা মিলছে। ইতিহাস ও পরিসংখ্যান কোনো কিছুই স্টামফোর্ড ব্রিজের দলটির পক্ষে নেই।

এখন পর্যন্ত মাত্র একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে তুলেছে চেলসি। সেটিও ৯ বছর আগে। টানা শুধুই হতাশার দেখা মিলেছে। চলতি মৌসুমেও বেশির ভাগ সময় হতাশায় কেটেছে দলটির। তবে ছবিটা বদলে যায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে টুখেল দায়িত্ব নিলে। জার্মান এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকেই চেলসি যেন অপ্রতিরোধ্য! তাঁর অধীনে এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচ হেরেছে চেলসি।

গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে টুখেলের। যদিও সেবার পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ দিতে পারেননি। তাই এবার হয়তো আর খালি হাতে ফিরতে চাইবেন না তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত