Ajker Patrika

এবার প্রতিপক্ষকে উড়িয়ে দিল মেসির মায়ামি

 ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ২২
জয়রথ ছুটছেই লিওনেল মেসির ইন্টার মায়ামির। পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতোকে আজ ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। ছবি: এএফপি
জয়রথ ছুটছেই লিওনেল মেসির ইন্টার মায়ামির। পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতোকে আজ ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। ছবি: এএফপি

ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।

মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।

ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।

৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত