
এ যেন পাড়ার কোনো ফুটবল ম্যাচের চিরাচরিত মারামারির দৃশ্য! এ ওকে মারার জন্য তেড়ে যাচ্ছে তো অন্যজন আবার আরেকজনকে ধাক্কা দিচ্ছে। মারামারির সময় কে মাঠের খেলোয়াড় কে বেঞ্চের খেলোয়াড় বোঝার সুযোগ নেই। দুই দলের খেলোয়াড়দের ধাওয়া পাল্টা ধাওয়াও হলো।
গতকাল ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে এমন সব ঘটনারই জন্ম দিয়েছেন ম্যানচেস্টার সিটি আর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়েরা। শেষমেশ আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক ও সিটির অধিনায়ক ফার্নান্দিওর যৌথ উদ্যোগে পরিবেশ ঠান্ডা হয়। তবে পরে যেন আর কোনো ঝামেলায় না জড়ান তাই দুই দলের ড্রেসিংরুমে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
শুধু মাঠে নয়, ম্যাচ শেষে টানেলেও হাতাহাতি লেগেছিল আতলেতিকো-ম্যানসিটি খেলোয়াড়দের। তাঁরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ড্রেসিংরুমে পুলিশ মোতায়েন করতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষকে।
ঘটনার শুরু ম্যাচের ৮৭ মিনিটে। গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে ম্যাচ। আর ড্র হলেই চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করবে ম্যানচেস্টার সিটি অন্যদিকে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় বাদ পড়বে আতলেতিকো মাদ্রিদ। শেষদিকে গোল করতে মরিয়া আতলেতিকোর ধৈর্যচ্যুতি ঘটে। সিটির ইংলিশ ডিফেন্ডার পার্শ্বরেখার কাছ দিয়ে বল নিয়ে সামনে এগোতে চাইলে তাকে ট্যাকেল করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো। এত পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ট্যাকলের পর ফোডেন যখন হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার উপক্রম তখন তাঁকে পেছন থেকে লাথি মারেন ফেলিপে।
এদিকে মাটিতে লুটিয়ে পড়া ফোডেনের কাতরানো দেখে আতলেতিকোর আরেক ডিফেন্ডার স্তেফান সাভিচ আরেক কাঠি সরেস। ম্যাচের যেহেতু আর বেশি সময় বাকি নেই সাভিচ তাই ভাবলেন ফোডেন নিশ্চয় অভিনয় করছেন। এগিয়ে গিয়ে তাই ফোডেনকে টেনে তুলতে চাইলেন সাভিচ। মুহূর্তেই কুরুক্ষেত্রে রূপ নিল ওয়ান্দা মেত্রোপলিতানো।
পরিস্থিতি শান্ত হলে ফোডেনকে অহেতুক লাথি মারার দায়ে লাল কার্ড পান ফেলিপে আর সাভিচকে দেখানো হয় হলুদ কার্ড। পরে সবকিছু স্বাভাবিক হওয়ার পর ম্যাচ আবারও ম্যাচ শুরু হয়। অতিরিক্ত সময়ে যোগ হয় আর ৯ মিনিট। তবু ভাগ্য ফেরাতে পারেনি আতলেতিকো। শেষপর্যন্ত ০-০ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এ যেন পাড়ার কোনো ফুটবল ম্যাচের চিরাচরিত মারামারির দৃশ্য! এ ওকে মারার জন্য তেড়ে যাচ্ছে তো অন্যজন আবার আরেকজনকে ধাক্কা দিচ্ছে। মারামারির সময় কে মাঠের খেলোয়াড় কে বেঞ্চের খেলোয়াড় বোঝার সুযোগ নেই। দুই দলের খেলোয়াড়দের ধাওয়া পাল্টা ধাওয়াও হলো।
গতকাল ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে এমন সব ঘটনারই জন্ম দিয়েছেন ম্যানচেস্টার সিটি আর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়েরা। শেষমেশ আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক ও সিটির অধিনায়ক ফার্নান্দিওর যৌথ উদ্যোগে পরিবেশ ঠান্ডা হয়। তবে পরে যেন আর কোনো ঝামেলায় না জড়ান তাই দুই দলের ড্রেসিংরুমে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
শুধু মাঠে নয়, ম্যাচ শেষে টানেলেও হাতাহাতি লেগেছিল আতলেতিকো-ম্যানসিটি খেলোয়াড়দের। তাঁরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ড্রেসিংরুমে পুলিশ মোতায়েন করতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষকে।
ঘটনার শুরু ম্যাচের ৮৭ মিনিটে। গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে ম্যাচ। আর ড্র হলেই চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করবে ম্যানচেস্টার সিটি অন্যদিকে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় বাদ পড়বে আতলেতিকো মাদ্রিদ। শেষদিকে গোল করতে মরিয়া আতলেতিকোর ধৈর্যচ্যুতি ঘটে। সিটির ইংলিশ ডিফেন্ডার পার্শ্বরেখার কাছ দিয়ে বল নিয়ে সামনে এগোতে চাইলে তাকে ট্যাকেল করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো। এত পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ট্যাকলের পর ফোডেন যখন হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার উপক্রম তখন তাঁকে পেছন থেকে লাথি মারেন ফেলিপে।
এদিকে মাটিতে লুটিয়ে পড়া ফোডেনের কাতরানো দেখে আতলেতিকোর আরেক ডিফেন্ডার স্তেফান সাভিচ আরেক কাঠি সরেস। ম্যাচের যেহেতু আর বেশি সময় বাকি নেই সাভিচ তাই ভাবলেন ফোডেন নিশ্চয় অভিনয় করছেন। এগিয়ে গিয়ে তাই ফোডেনকে টেনে তুলতে চাইলেন সাভিচ। মুহূর্তেই কুরুক্ষেত্রে রূপ নিল ওয়ান্দা মেত্রোপলিতানো।
পরিস্থিতি শান্ত হলে ফোডেনকে অহেতুক লাথি মারার দায়ে লাল কার্ড পান ফেলিপে আর সাভিচকে দেখানো হয় হলুদ কার্ড। পরে সবকিছু স্বাভাবিক হওয়ার পর ম্যাচ আবারও ম্যাচ শুরু হয়। অতিরিক্ত সময়ে যোগ হয় আর ৯ মিনিট। তবু ভাগ্য ফেরাতে পারেনি আতলেতিকো। শেষপর্যন্ত ০-০ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে