
৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিকমাধ্যমে।
অবসর প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন ক্রুস। ২০২৪ ইউরো শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। বিদায় নেওয়ার আগে তাঁর কাছে থাকছে দুটি শিরোপা জেতার। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ ইউরো। সেটার আগে ওয়েম্বলিতে ১ জুন রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল। অবসরের ঘোষণার শুরুটা করেছেন পুরোনো এক স্মৃতিচারণা করে। জার্মান তারকা মিডফিল্ডার বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার পরিচয় শুরু হয়েছিল। দিনটাই আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ফুটবলার হিসেবে জীবন তো বটেই। তবে ব্যক্তি হিসেবে বদলে গিয়েছিল। বিশ্বের সেরা ক্লাবের হয়ে নতুন যাত্রার শুরু ছিল এটা। মৌসুম শেষে দশ বছরের এক অধ্যায় শেষ হচ্ছে।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে সব মিলে ৩২ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে রয়েছে ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচটি। ৩২ শিরোপার মধ্যে ২১ শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবটির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ক্রুস বলেছেন, ‘ক্যারিয়ারের সফল সময় কখনোই ভুলব না। যারা আমাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছেন ও আমার ওপর ভরসা রেখেছেন। তবে প্রিয় মাদ্রিদিস্তা, আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ সময় পর্যন্ত অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। একই সঙ্গে সিদ্ধান্তটা হচ্ছে ইউরো শেষে পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানব ইউরো চ্যাম্পিয়নশিপের পর।’

৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিকমাধ্যমে।
অবসর প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন ক্রুস। ২০২৪ ইউরো শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। বিদায় নেওয়ার আগে তাঁর কাছে থাকছে দুটি শিরোপা জেতার। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ ইউরো। সেটার আগে ওয়েম্বলিতে ১ জুন রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল। অবসরের ঘোষণার শুরুটা করেছেন পুরোনো এক স্মৃতিচারণা করে। জার্মান তারকা মিডফিল্ডার বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার পরিচয় শুরু হয়েছিল। দিনটাই আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ফুটবলার হিসেবে জীবন তো বটেই। তবে ব্যক্তি হিসেবে বদলে গিয়েছিল। বিশ্বের সেরা ক্লাবের হয়ে নতুন যাত্রার শুরু ছিল এটা। মৌসুম শেষে দশ বছরের এক অধ্যায় শেষ হচ্ছে।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে সব মিলে ৩২ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে রয়েছে ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচটি। ৩২ শিরোপার মধ্যে ২১ শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবটির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ক্রুস বলেছেন, ‘ক্যারিয়ারের সফল সময় কখনোই ভুলব না। যারা আমাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছেন ও আমার ওপর ভরসা রেখেছেন। তবে প্রিয় মাদ্রিদিস্তা, আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ সময় পর্যন্ত অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। একই সঙ্গে সিদ্ধান্তটা হচ্ছে ইউরো শেষে পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানব ইউরো চ্যাম্পিয়নশিপের পর।’

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে