Ajker Patrika

ব্যালন ডি’অর নিয়ে ফেরার রাতে দলকে জেতাতে পারলেন না মেসি

ব্যালন ডি’অর নিয়ে ফেরার রাতে দলকে জেতাতে পারলেন না মেসি

এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি। 

প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। 

এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯। 
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা। 

একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত