নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দারুণ করছে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে ৫-০ গোলে এগিয়ে আছে পিটার বাটলারের দল। জোড়া গোল করেছেন তহুরা খাতুন।
মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট তালুবন্দী করেন বাহরাইন গোলরক্ষক খুলুদ সালেহ। নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড খুঁজে পায়নি লক্ষ্য। কিন্তু পরের মিনিটেই সুযোগ কাজে লাগান তিনি। মাঝমাঠের কিছুটা নিচ থেকে স্বপ্না রানীর ভাসানো থ্রু বল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ফরোয়ার্ড। তাঁকে আটকানোর জন্য ছিল না কোনো ডিফেন্ডারও। তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজে করেন শামসুন্নাহার।
১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার। এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার। ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশে বল বাড়ান তিনি। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে জাল কাঁপান ঋতুপর্ণা। দুই মিনিট পর ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা। কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা ওপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার। ৩২ মিনিটে আফঈদার ক্রসে তহুরা হেডে গোল করলেও লাইন্সম্যান আগেই অফসাইডের সংকেত দেন।
৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা ওপর দিয়ে যায়। পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রস বাহরাইনের রাওয়ান আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিসকুর কাছের। সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান ৩-০ করেন কোহাতি।
যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন তহুরা খাতুন। বাহরাইনের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিতে রীতিমত যুদ্ধ করতে হয় মনিকাকে। শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য। তবে বল পেয়ে যান তহুরা। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট বাহরাইন গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি।
দুই মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। শামসুন্নাহারের বাড়ানো ক্রসে খুব সহজেই গোলরক্ষককে পাশ কাটান এই ফরোয়ার্ড।
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দারুণ করছে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে ৫-০ গোলে এগিয়ে আছে পিটার বাটলারের দল। জোড়া গোল করেছেন তহুরা খাতুন।
মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট তালুবন্দী করেন বাহরাইন গোলরক্ষক খুলুদ সালেহ। নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড খুঁজে পায়নি লক্ষ্য। কিন্তু পরের মিনিটেই সুযোগ কাজে লাগান তিনি। মাঝমাঠের কিছুটা নিচ থেকে স্বপ্না রানীর ভাসানো থ্রু বল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ফরোয়ার্ড। তাঁকে আটকানোর জন্য ছিল না কোনো ডিফেন্ডারও। তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজে করেন শামসুন্নাহার।
১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার। এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার। ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশে বল বাড়ান তিনি। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে জাল কাঁপান ঋতুপর্ণা। দুই মিনিট পর ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা। কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা ওপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার। ৩২ মিনিটে আফঈদার ক্রসে তহুরা হেডে গোল করলেও লাইন্সম্যান আগেই অফসাইডের সংকেত দেন।
৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা ওপর দিয়ে যায়। পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রস বাহরাইনের রাওয়ান আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিসকুর কাছের। সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান ৩-০ করেন কোহাতি।
যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন তহুরা খাতুন। বাহরাইনের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিতে রীতিমত যুদ্ধ করতে হয় মনিকাকে। শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য। তবে বল পেয়ে যান তহুরা। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট বাহরাইন গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি।
দুই মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। শামসুন্নাহারের বাড়ানো ক্রসে খুব সহজেই গোলরক্ষককে পাশ কাটান এই ফরোয়ার্ড।
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২১ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে