Ajker Patrika

হামজার ফাইল এখনো ফিফার টেবিলে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১: ০৮
হামজা চোধুরী। ছবি: এএফপি
হামজা চোধুরী। ছবি: এএফপি

হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।

বিষয়টি নিয়ে গতকাল বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে বলেন, হামজাকে দলে টানতে তাঁরা কাজ করে যাচ্ছেন। কদিন আগেও ফিফার চাহিদা মোতাবেক কিছু ডকুমেন্ট পাঠিয়েছে বাফুফে, ‘আমরা কদিন আগে কিছু ডকুমেন্ট ফিফাকে দিয়েছি। আসলে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলায় প্রক্রিয়াটা জটিল হয়ে গেল। এ জন্য একটু সময় লাগছে।’

এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় হামজার বাবা মোরশেদ দেওয়ানের সঙ্গে। তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি, ‘দেখুন, আমার কাছে কোনো খবর নেই। বাফুফেই তো হামজার বিষয়টা দেখছে, তারা বলতে পারবে কবে কী হবে।’

এর আগে লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে আবেদনে সাড়া দিয়ে হামজার ছাড়পত্র পাঠিয়ে দেয় তারা। সেই ছাড়পত্র চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠায় বাফুফে। ফিফার সেই বিশেষ কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।

কিন্তু গত মাসে ফিফা আরও বাড়তি ডকুমেন্টস চেয়ে বাফুফেকে মেইল পাঠায়। কদিন আগে আরও কিছু ডকুমেন্ট চেয়েছে তারা। সেসব ডকুমেন্ট বাফুফে জোগাড় করে ফিফাকে ফিরতি মেইল দিয়েছে। এখন কেবল অপেক্ষা। ফিফা ‘হ্যাঁ’ বললে হামজাকে আনার পরের প্রক্রিয়া শুরু করতে পারবে বাফুফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত