নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতির চেয়ারে কাটিয়েছেন ১৬ বছর। তাঁর সময়ে দেশের ফুটবলে আধুনিকতার ছাপ খুব একটা পড়েনি। প্রত্যাশার গল্প শোনালেও প্রাপ্তির খাতার পাল্লা অতটা ভারী নয়। সফলতা-ব্যর্থতার কথা সেভাবে তুলেও ধরা হয়নি। ঠিক এই ব্যতিক্রমী আয়োজনটি করল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি।
নতুন কমিটি দায়িত্বে আসার আট মাসে গতকাল মহাখালীর রাওয়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সেখানে নিজেদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বাফুফে সভাপতি। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার সিদ্ধান্ত তিনি নেননি, তবে দিয়েছেন ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।
বাফুফের সভাপতি প্রথমেই তুলে ধরেন বাজেটের বিষয়। আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাবিথ বলেন, ‘বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ হয় স্বল্প। সেটা সকল ফেডারেশনে বণ্টনে আরও সীমিত হয়ে পড়ে। বাফুফের পক্ষ থেকে অনুরোধ, যেন ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানো হয়। বিগত কমিটি বছরে ৩০ কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছিল। আমরা এখনো চাইনি। তবে আমাদেরও সেই রকম প্রয়োজন। আমরা স্পনসর ও নানা মাধ্যম থেকে সেটা মেটানোর চেষ্টা করছি।’
ক্রীড়াসামগ্রী আমদানিতে কর দিতে হয় ৩৬ শতাংশ। ক্রীড়াঙ্গনের জন্য সেটি ‘শাস্তি’ উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, ‘অনেক কাঠামো পুরোনো, অকেজো; এখানে সংস্কারকাজ করে। মোটা অঙ্কের অর্থ ব্যয় করে আর কত দিন! পুরোনো কাঠামোগুলো ভেঙে নতুন করে তৈরি করলে ক্রীড়াঙ্গনের কাজে আসবে। ক্রীড়াপণ্যের ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স যেন বিবেচনা করা হয়। মওকুফ করা হয় বা কমানো হয়। ভারতে এই ট্যাক্স মাত্র ১২ শতাংশ।’
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। তা নিয়ে কম সমালোচনা হয়নি। বাফুফেও সেটা উপলব্ধি করতে পারছে। তাবিথ বলেন, ‘প্রীতি ম্যাচের ক্ষেত্রে (পুরুষ দল নিয়ে) আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা, যাতে দল আরও উন্নতি করতে পারে। এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি। ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফায়ার আসবে, বিশ্বকাপ বাছাই আসবে, প্রস্তুত হওয়ার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে।’
দেশের ফুটবল এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা ক্লাবগুলোর। প্রিমিয়ার লিগের সঙ্গে শুধু নামে থাকলেও কাজে সেভাবে পেশাদারির ছোঁয়া নেই। মাঠগুলোর অবস্থাও বিবর্ণ। বাফুফে সভাপতি বলেন, ‘মাঠগুলো আমাদের চাওয়া অনুযায়ী উন্নত করতে পারিনি। জাতীয় স্টেডিয়াম আমরা ফিরে পেয়েছি। কিন্তু যে স্টেডিয়ামগুলো আমরা পেয়েছি লিগ চালাতে, সেগুলোয় (মানের) কমতি আছে, সেটা আমরা মানি এবং স্বীকার করি। আগামী ছয় মাসের মধ্যে এসব ক্ষেত্রে আমরা আপনাদের উন্নতি দেখাতে পারব।’
আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। সেখানে নতুনত্বের দেখা মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি। একই সঙ্গে ক্লাবগুলোকে দেওয়া হবে আর্থিক সহায়তা, ‘নতুন নতুন খেলোয়াড়দের খুঁজে বের করা ক্লাবগুলোর দায়িত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেডারেশনের দায়িত্ব আছে ক্লাবগুলোকে সহায়তা করার। কারও মাঠ দরকার, কারও আর্থিক সহযোগিতা। যত ধরনের সহযোগিতা তাদের করা যায়, আমরা করব।’
ফিফার অধীনে ৭৫টি দেশে নির্মিত হচ্ছে ফুটবল একাডেমি। বাংলাদেশ এই তালিকায় না থাকলেও ফিফার সঙ্গে দ্রুততম সময়ে একাডেমি নির্মাণের ব্যাপারে চুক্তি করতে চায় বাফুফে।
কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতির চেয়ারে কাটিয়েছেন ১৬ বছর। তাঁর সময়ে দেশের ফুটবলে আধুনিকতার ছাপ খুব একটা পড়েনি। প্রত্যাশার গল্প শোনালেও প্রাপ্তির খাতার পাল্লা অতটা ভারী নয়। সফলতা-ব্যর্থতার কথা সেভাবে তুলেও ধরা হয়নি। ঠিক এই ব্যতিক্রমী আয়োজনটি করল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি।
নতুন কমিটি দায়িত্বে আসার আট মাসে গতকাল মহাখালীর রাওয়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সেখানে নিজেদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বাফুফে সভাপতি। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার সিদ্ধান্ত তিনি নেননি, তবে দিয়েছেন ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।
বাফুফের সভাপতি প্রথমেই তুলে ধরেন বাজেটের বিষয়। আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাবিথ বলেন, ‘বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ হয় স্বল্প। সেটা সকল ফেডারেশনে বণ্টনে আরও সীমিত হয়ে পড়ে। বাফুফের পক্ষ থেকে অনুরোধ, যেন ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানো হয়। বিগত কমিটি বছরে ৩০ কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছিল। আমরা এখনো চাইনি। তবে আমাদেরও সেই রকম প্রয়োজন। আমরা স্পনসর ও নানা মাধ্যম থেকে সেটা মেটানোর চেষ্টা করছি।’
ক্রীড়াসামগ্রী আমদানিতে কর দিতে হয় ৩৬ শতাংশ। ক্রীড়াঙ্গনের জন্য সেটি ‘শাস্তি’ উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, ‘অনেক কাঠামো পুরোনো, অকেজো; এখানে সংস্কারকাজ করে। মোটা অঙ্কের অর্থ ব্যয় করে আর কত দিন! পুরোনো কাঠামোগুলো ভেঙে নতুন করে তৈরি করলে ক্রীড়াঙ্গনের কাজে আসবে। ক্রীড়াপণ্যের ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স যেন বিবেচনা করা হয়। মওকুফ করা হয় বা কমানো হয়। ভারতে এই ট্যাক্স মাত্র ১২ শতাংশ।’
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। তা নিয়ে কম সমালোচনা হয়নি। বাফুফেও সেটা উপলব্ধি করতে পারছে। তাবিথ বলেন, ‘প্রীতি ম্যাচের ক্ষেত্রে (পুরুষ দল নিয়ে) আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা, যাতে দল আরও উন্নতি করতে পারে। এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি। ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফায়ার আসবে, বিশ্বকাপ বাছাই আসবে, প্রস্তুত হওয়ার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে।’
দেশের ফুটবল এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা ক্লাবগুলোর। প্রিমিয়ার লিগের সঙ্গে শুধু নামে থাকলেও কাজে সেভাবে পেশাদারির ছোঁয়া নেই। মাঠগুলোর অবস্থাও বিবর্ণ। বাফুফে সভাপতি বলেন, ‘মাঠগুলো আমাদের চাওয়া অনুযায়ী উন্নত করতে পারিনি। জাতীয় স্টেডিয়াম আমরা ফিরে পেয়েছি। কিন্তু যে স্টেডিয়ামগুলো আমরা পেয়েছি লিগ চালাতে, সেগুলোয় (মানের) কমতি আছে, সেটা আমরা মানি এবং স্বীকার করি। আগামী ছয় মাসের মধ্যে এসব ক্ষেত্রে আমরা আপনাদের উন্নতি দেখাতে পারব।’
আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। সেখানে নতুনত্বের দেখা মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি। একই সঙ্গে ক্লাবগুলোকে দেওয়া হবে আর্থিক সহায়তা, ‘নতুন নতুন খেলোয়াড়দের খুঁজে বের করা ক্লাবগুলোর দায়িত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেডারেশনের দায়িত্ব আছে ক্লাবগুলোকে সহায়তা করার। কারও মাঠ দরকার, কারও আর্থিক সহযোগিতা। যত ধরনের সহযোগিতা তাদের করা যায়, আমরা করব।’
ফিফার অধীনে ৭৫টি দেশে নির্মিত হচ্ছে ফুটবল একাডেমি। বাংলাদেশ এই তালিকায় না থাকলেও ফিফার সঙ্গে দ্রুততম সময়ে একাডেমি নির্মাণের ব্যাপারে চুক্তি করতে চায় বাফুফে।
ফুটবল বিশ্বকাপে গত দুই আসরে জায়গা করে নিতে পারেনি ইতালি। অথচ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবলের এমন দুঃসময়ে দেশটিকে সুখবর এনে দিল ক্রিকেট৷ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
৪২ মিনিট আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই
২ ঘণ্টা আগেজার্সির জয় আছে এক উইকেট, জয়ের জন্য দরকারও ১ বলে ১ রান। এমন নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে চমকে দিল ইউরোপের দল জার্সি। রোমাঞ্চকর জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল তারা।
৪ ঘণ্টা আগেপুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছে ৬-৪ গোলে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।
৫ ঘণ্টা আগে