
প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।

প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৪ ঘণ্টা আগে