
প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।

প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩৮ মিনিট আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে