ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উন্মাদনা। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ক্রিকেটাররাও কম রোমাঞ্চিত নন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচের আগে থেকেই গত রাতে জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে যে ছবি পোস্ট করেছেন, সেটা ভাইরাল। জামালসহ সেই ছবিতে আরও আছেন ফাহামিদুল ইসলাম, শমিত শোম, হামজা, তারিক কাজী ও কাজেম শাহ। কে কোন দেশ থেকে এসেছেন, সংশ্লিষ্ট দেশের পতাকাগুলো যোগ করে শেষে বাংলাদেশের পতাকা জামাল জুড়ে দিয়েছেন। জামালের এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন রুবেল হোসেন। রুবেল ক্যাপশন দিয়েছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৈয়দ খালেদ আহমেদও। হামজা, শমিত, ফাহামিদুল—এই তিন ফুটবলারের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে খালেদ ক্যাপশন দিয়েছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ খালেদ ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই উল্লেখ করেছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে ১ নম্বর দলই উঠবে মূল পর্বে।
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উন্মাদনা। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ক্রিকেটাররাও কম রোমাঞ্চিত নন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচের আগে থেকেই গত রাতে জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে যে ছবি পোস্ট করেছেন, সেটা ভাইরাল। জামালসহ সেই ছবিতে আরও আছেন ফাহামিদুল ইসলাম, শমিত শোম, হামজা, তারিক কাজী ও কাজেম শাহ। কে কোন দেশ থেকে এসেছেন, সংশ্লিষ্ট দেশের পতাকাগুলো যোগ করে শেষে বাংলাদেশের পতাকা জামাল জুড়ে দিয়েছেন। জামালের এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন রুবেল হোসেন। রুবেল ক্যাপশন দিয়েছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৈয়দ খালেদ আহমেদও। হামজা, শমিত, ফাহামিদুল—এই তিন ফুটবলারের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে খালেদ ক্যাপশন দিয়েছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ খালেদ ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই উল্লেখ করেছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে ১ নম্বর দলই উঠবে মূল পর্বে।
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে