ক্রীড়া ডেস্ক

সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও নেইমারের কাছে ম্যাচটা বিশেষ কিছু। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১ মাস পর ফিরলেন মাঠে। ফেরার ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। নেইমারের আলো ছড়ানোর ম্যাচে সান্তোস পেয়েছে ৩-১ গোলের জয়।
সান্তোসের জার্সিতেই ১ জুন নেইমার নামলেও সেই ম্যাচে বোতাফোগোর কাছে ২-১ গোলে হেরেছিল তাঁর (নেইমার) দল। এরপর চোট ও নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। অবশেষে ৪০ দিন পর তিনি নামলেন মাঠে। বাংলাদেশ সময় আজ ভোরে দেসপোর্তিভা ফেরোভেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোল করেছেন। তেমনি অ্যাসিস্টও করেছেন।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে আজ শুরু থেকে খেলেন নেইমার। প্রতিপক্ষ ফুটবলাররা বারবার তাঁকে ট্যাকল করেন। তবে এসব ট্যাকলে তিনি দমে যাননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেন নেইমার। সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এটা তাঁর চতুর্থ গোল। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দলের আরও এক গোলে নাম উঠে যায় নেইমারের। ৩১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন গুইলার্মে।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচটি গুরুত্ব সহকারে দেখছেন। নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে ছন্দে ফেরা। কিছুদিন আমরা ম্যাচের খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পুনরায় শুরু করতে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো অনুভব করছি আমি।’
1T/19': NEYMAR JR COBRA PÊNALTI COM MUITA TRANQUILIDADE E ABRE O PLACAR! ⚽️#DESxSAN | 0x1 pic.twitter.com/bsFjLyjO4k
— Santos FC (@SantosFC) July 10, 2025
নেইমারের ফেরার ম্যাচে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে করেছেন গোল। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দর্শকেরা বারবার মাঠে ঢুকে পড়ায় বারবার ম্যাচ বিলম্বিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে গিয়েছিলেন নেইমার। তবে চোটসহ নানা কারণে আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। দুই বছরের চুক্তি ফুরোনোর আগেই এ বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল করে আল হিলাল। জানুয়ারির শেষ সপ্তাহে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলে তাঁকে রাজকীয় বরণ করা হয়। নেইমারের সঙ্গে প্রথমে ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি হয়েছিল ছয় মাসের। পরবর্তীতে জুন মাসে চুক্তিটা বাড়ানো হয়। তখন জানা যায়, এ বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকছেন সান্তোসে।

সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও নেইমারের কাছে ম্যাচটা বিশেষ কিছু। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১ মাস পর ফিরলেন মাঠে। ফেরার ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। নেইমারের আলো ছড়ানোর ম্যাচে সান্তোস পেয়েছে ৩-১ গোলের জয়।
সান্তোসের জার্সিতেই ১ জুন নেইমার নামলেও সেই ম্যাচে বোতাফোগোর কাছে ২-১ গোলে হেরেছিল তাঁর (নেইমার) দল। এরপর চোট ও নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। অবশেষে ৪০ দিন পর তিনি নামলেন মাঠে। বাংলাদেশ সময় আজ ভোরে দেসপোর্তিভা ফেরোভেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোল করেছেন। তেমনি অ্যাসিস্টও করেছেন।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে আজ শুরু থেকে খেলেন নেইমার। প্রতিপক্ষ ফুটবলাররা বারবার তাঁকে ট্যাকল করেন। তবে এসব ট্যাকলে তিনি দমে যাননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেন নেইমার। সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এটা তাঁর চতুর্থ গোল। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দলের আরও এক গোলে নাম উঠে যায় নেইমারের। ৩১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন গুইলার্মে।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচটি গুরুত্ব সহকারে দেখছেন। নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে ছন্দে ফেরা। কিছুদিন আমরা ম্যাচের খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পুনরায় শুরু করতে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো অনুভব করছি আমি।’
1T/19': NEYMAR JR COBRA PÊNALTI COM MUITA TRANQUILIDADE E ABRE O PLACAR! ⚽️#DESxSAN | 0x1 pic.twitter.com/bsFjLyjO4k
— Santos FC (@SantosFC) July 10, 2025
নেইমারের ফেরার ম্যাচে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে করেছেন গোল। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দর্শকেরা বারবার মাঠে ঢুকে পড়ায় বারবার ম্যাচ বিলম্বিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে গিয়েছিলেন নেইমার। তবে চোটসহ নানা কারণে আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। দুই বছরের চুক্তি ফুরোনোর আগেই এ বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল করে আল হিলাল। জানুয়ারির শেষ সপ্তাহে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলে তাঁকে রাজকীয় বরণ করা হয়। নেইমারের সঙ্গে প্রথমে ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি হয়েছিল ছয় মাসের। পরবর্তীতে জুন মাসে চুক্তিটা বাড়ানো হয়। তখন জানা যায়, এ বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকছেন সান্তোসে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে