ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার চক্রে। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো গোল পাননি। এমনকি গোল করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। তাঁর পেনাল্টি মিসের দিনে দল ইন্টার মায়ামি হেরেছে বাজেভাবে।
ইন্টার মায়ামি নিজের সবশেষ দুই ম্যাচে হেরেছে বেশ বাজেভাবে। লিগস কাপের ফাইনালে ১ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। এবার একই ব্যবধানে মায়ামি হেরেছে শার্লটের কাছে। বাংলাদেশ সময় আজ সকালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টার মায়ামি-শার্লট ম্যাচটা ছিল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ। এই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছেন মেসি।
এমএলএসের ম্যাচে আজ সমানে সমানে লড়াই করতে থাকে মায়ামি-শার্লট। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে শার্লট বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৪ শট। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মায়ামি। বক্সের ভেতরে মেসিকে ফাউল করে বসেন শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান মায়ামির পক্ষে। স্পটকিকটা নিয়েছেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে দারুণভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান খালিনা।
মেসির পেনাল্টি মিসের পরই খেই হারিয়ে ফেলে ইন্টার মায়ামি। লড়াইটা এরপর মায়ামি-শার্লট নয়, সেটা হয়ে দাঁড়ায় ইদান তোকলোমাতি-মায়ামি।৩৪ মিনিটে শার্লটের প্রথম গোল করেন স্ট্রাইকার তোকলোমাতি। তাঁকে অ্যাসিস্ট করেন কারউইন ভার্গাস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে শার্লট। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই দ্বিতীয় গোল পেয়ে যায় দলটি। ৪৭ মিনিটে ব্র্যান্ড ব্রোনিকোর অ্যাসিস্টে গোল করেন তোকলোমাতি।
২-০ গোলে পিছিয়ে পড়া মায়ামি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও পারেনি। ম্যাচের শেষভাগে এসে তৃতীয় গোল হজম করে বসে মেসির দল। ৮৪ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন তোকলোমাতি। শার্লট এমএলএসের এই ম্যাচে মায়ামিকে হারিয়েছে ৩-০ গোলে। বড় ব্যবধানে হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে মায়ামি। ২৬ ম্যাচে ১৩ জয়, ৭ ড্র ও ৬ হারে দলটির পয়েন্ট ৪৬। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই খেলেছে ৩০টি করে ম্যাচ।

লিওনেল মেসি ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার চক্রে। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো গোল পাননি। এমনকি গোল করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। তাঁর পেনাল্টি মিসের দিনে দল ইন্টার মায়ামি হেরেছে বাজেভাবে।
ইন্টার মায়ামি নিজের সবশেষ দুই ম্যাচে হেরেছে বেশ বাজেভাবে। লিগস কাপের ফাইনালে ১ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। এবার একই ব্যবধানে মায়ামি হেরেছে শার্লটের কাছে। বাংলাদেশ সময় আজ সকালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টার মায়ামি-শার্লট ম্যাচটা ছিল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ। এই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছেন মেসি।
এমএলএসের ম্যাচে আজ সমানে সমানে লড়াই করতে থাকে মায়ামি-শার্লট। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে শার্লট বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৪ শট। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মায়ামি। বক্সের ভেতরে মেসিকে ফাউল করে বসেন শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান মায়ামির পক্ষে। স্পটকিকটা নিয়েছেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে দারুণভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান খালিনা।
মেসির পেনাল্টি মিসের পরই খেই হারিয়ে ফেলে ইন্টার মায়ামি। লড়াইটা এরপর মায়ামি-শার্লট নয়, সেটা হয়ে দাঁড়ায় ইদান তোকলোমাতি-মায়ামি।৩৪ মিনিটে শার্লটের প্রথম গোল করেন স্ট্রাইকার তোকলোমাতি। তাঁকে অ্যাসিস্ট করেন কারউইন ভার্গাস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে শার্লট। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই দ্বিতীয় গোল পেয়ে যায় দলটি। ৪৭ মিনিটে ব্র্যান্ড ব্রোনিকোর অ্যাসিস্টে গোল করেন তোকলোমাতি।
২-০ গোলে পিছিয়ে পড়া মায়ামি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও পারেনি। ম্যাচের শেষভাগে এসে তৃতীয় গোল হজম করে বসে মেসির দল। ৮৪ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন তোকলোমাতি। শার্লট এমএলএসের এই ম্যাচে মায়ামিকে হারিয়েছে ৩-০ গোলে। বড় ব্যবধানে হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে মায়ামি। ২৬ ম্যাচে ১৩ জয়, ৭ ড্র ও ৬ হারে দলটির পয়েন্ট ৪৬। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই খেলেছে ৩০টি করে ম্যাচ।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে