
‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই কথা-কাটাকাটি হয়।
গতকাল টেক্সাসের হস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন মার্তিনেজ। তখনই বেলিংহামের সঙ্গে মার্তিনেজের কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি হলুদ কার্ডও খেতে হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে।
তবে বেলিংহামের কাছে এই ঘটনা খেলারই অংশ। ইংলিশ এই মিডফিল্ডার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধের শেষে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন সে আমাকে শুভকামনা জানিয়ে চলে গিয়েছিল, আমি সত্যিই ব্যাপারটিকে সম্মানে চোখের দেখেছি। আমি মনে করি, মাঠের ঘটনা মাঠে থাকাই ভালো। তার সঙ্গে ম্যাচ শেষে দেখা করেছি এবং শুভকামনা জানিয়েছি। সে দারুণ এক খেলোয়াড়। আমার মতো সে জিততে চায়। মাঝেমধ্যে তা একটু বেশি হয়ে যায়। এটা খেলারই অংশ।’
প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৬ মিনিটে গোল করেন বেলিংহাম ও ৮৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের দ্বিতীয় গোলটি করেন হোসেলু। এবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেলিংহাম, বাংলাদেশি মুদ্রায় তা ১২৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
আরেক প্রীতি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ৫-৩ গোলে হারিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরান তোরেস।

‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই কথা-কাটাকাটি হয়।
গতকাল টেক্সাসের হস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন মার্তিনেজ। তখনই বেলিংহামের সঙ্গে মার্তিনেজের কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি হলুদ কার্ডও খেতে হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে।
তবে বেলিংহামের কাছে এই ঘটনা খেলারই অংশ। ইংলিশ এই মিডফিল্ডার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধের শেষে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন সে আমাকে শুভকামনা জানিয়ে চলে গিয়েছিল, আমি সত্যিই ব্যাপারটিকে সম্মানে চোখের দেখেছি। আমি মনে করি, মাঠের ঘটনা মাঠে থাকাই ভালো। তার সঙ্গে ম্যাচ শেষে দেখা করেছি এবং শুভকামনা জানিয়েছি। সে দারুণ এক খেলোয়াড়। আমার মতো সে জিততে চায়। মাঝেমধ্যে তা একটু বেশি হয়ে যায়। এটা খেলারই অংশ।’
প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৬ মিনিটে গোল করেন বেলিংহাম ও ৮৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের দ্বিতীয় গোলটি করেন হোসেলু। এবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেলিংহাম, বাংলাদেশি মুদ্রায় তা ১২৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
আরেক প্রীতি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ৫-৩ গোলে হারিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরান তোরেস।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে